উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা আমি মনে করি রোহিঙ্গাদের তাদের স্বাধীনতা, স্বকিয়তা, জাতিসত্বা ইত্যাদি বজায় রাখার জন্য স্বসস্ত্র সংগ্রামে নামা উচিত, কারন বহুবিধঃ-
১। মিয়ানমার সরকার তাদের নাগরিক অধিকার থেকে সরকারীভাবে বঞ্চিত করছে,
২। গায়ের জোরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বহিরাগত বলছে।
৩। বিনা কারনে তাদের গ্রাম জ্বালিয়ে দেয়া হচ্ছে।
৪। অজুহাত সৃস্টি করে তাদের বিরুদ্ধে দাঙ্গা সৃস্টি করে তাদের হত্যা করা হচ্ছে।
৫। রোহিঙ্গার ছয়শত বছর পূর্ব থেকে আরাকান রাজ্যে বসবাস করছে। (ইতিহাস ই তাদের পক্ষে স্বাক্ষি), সুতরাং তারা সেখানেরই অধিবাসী।
৬। রোহিঙ্গারা যে ভাবে নির্যাতিত হচ্ছে, তা এই ইনফরমেশান age বিশ্বের কোথাও হচ্ছে না।
৭। আপাতঃ দৃস্টিতে বাংলাদেশ সরকার তাদের কোন প্রকার সাহায্য করবে না মনে হচ্ছে, কিন্তু আমাদের বিবেক আছে, আমরা নৈতিক সমর্থন অবশ্যই দিতে পারব।
৮।
রোহিঙ্গারা সংগঠিত হয়ে তাদের স্বসস্ত্র সংগ্রাম ঘোষনা দিলে, আমি মনে করি বিশ্বের অনেক দেশ ই এগিয়ে আসবে।
৯। ইনফরমেশান age বর্তমান বিশ্বে এ ধরনের নির্যাতন সহ্য করা সকল নৈতকতার বিরদ্ধ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।