তথ্যপ্রযুক্তিগত সেবা দেওয়ার ও নেওয়ার মানসিকতায উদ্দীপ্ত হউক প্রতিটি সচেতন মানুষ ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হউক তরুন সমাজ বিচিত্র পেশার লোকজন বিভিন্ন পেশা নিয়োজিত আছেন, এক অসম্ভব সুন্দর সৃষ্টি বালু শিল্পের কারুকাজ , আমার স্বল্প জ্ঞানমতে আমাদের দেশে এখনো এই শিল্পের প্রসারতা লাভ করেনি। এটি একটি খুব সম্ভাবনাময় শিল্প হিসাবে আমাদের দেশে প্রসার লাভ করতে পারে।
বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক সেন্ডমাষ্টার এবং স্ব-স্ব স্থানে তারা উজ্জল আপন মহিমায়, আমাদের দেশেওতো সৃষ্টি হতে পারে অনেক সেন্ডমাষ্টার,আমাদের দেশে প্রচুর প্রতিভাবান রয়েছে, হয়তো সুনির্দিষ্ট পৃষ্ঠপোষকতা বা সুযোগোর অভাবে আমরা তথা সমগ্র জাতী বঞ্চিত হচ্ছি তাদের সৃষ্টিশীল শিল্প থেকে। আমরা দরিদ্র জাতী তাই বলে মেধারতো কমতি নেই, শুধু বিকাশ হওয়ার সুযোগ চাই। তাই প্রত্যকেই যে যার অবস্থানে থেকে যথাসাধ্য সাহায্য নয় সহযোগীতার হাত বাড়িয়ে দিন, তাতে করেই দেখবেন একদিন আমাদের শিল্পকর্ম আন্তর্জাতিক অঙ্গনে খুব শক্ত অবস্থান গ্রহনে সক্ষম হইবে এবং অর্থনৈতিক স্বাবলম্বীতাও বেড়ে যাবে।
মিডিল ইস্ট বালি শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশী দক্ষতা নিখুঁত কাজের অভিজ্ঞতা বেশী পরিলক্ষিত হয়। এটি একটি বিস্ময়কর ও অনন্য শিল্প যাতে শিল্পির সৃজনশীলতার প্রয়োজন হয়। একজন শিল্পী খুব স্বল্প সময়ে এবং নিখুতভাবে বোতল বা জারের ভিতর বিভিন্ন রংয়ের বালির সংমিশ্রনে ওই যাদুকরী ছবি একে থাকেন,
কুয়ালালামপুরে সেন্ট্রাল মার্কেটে একটি শপ এর নাম সেন্ড মাস্টার, আমি নাম দেখে থমকে দাড়ালাম এবং দেখতে পেলাম এই শিল্প কর্ম, আমি খুব অভিভুত হয়েছি, যে শিল্পী এই কাজ করছেন তিনি একজন সিরিয,
তিনি নিজ খেকে অতি উৎসাহ নিয়ে আমাকে তার সৃষ্টির কিছু নমুনা দেখালেন, আমি সত্যিই খুব অবাক হলাম, বালি দিয়ে এত সুন্দর কারুকার্য হতে পারে, এটাতো অবিশ্যস্য!
কয়েক ধরনের বিভিন্ন শেপের মাথা লম্বা বিভিন্ন আকৃতির চোঙ্গা দিয়ে বোতলের ভেতরে বালু প্রবেশ করিয়ে হাতের সাহায্য বিভিন্ন ভাবে গুরিয়ে ফিরিয়ে এই ডিজাইন সম্পন্ন করা হয়।
নিম্নে কিছু জারের ডিজাই্নের নমুনা দেওয়া হল।
জারের মধ্য প্রাকৃতিক দৃশ্য এবং মরুভূমি ও মরুভুমির বাহন এর দৃশ্য নিখুতভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন্ রংয়ের বালুর মাধ্যমে,
যে কোন শেপের জার এর মধ্য এই ডিজাইন করা সম্ভব,
জারের মধ্য প্রাকৃতিক দৃশ্যর মনোরম ছবির ডিজাইন করা হয়েছে
প্রতিটি ছোট জারের মূল্য ৫০০টাকা, মাঝারি জারের মূল্য ৭৫০টাকা এবং বড় জারের মূল্য ১২৫০টাকা হারে বিভিন্ন ডিজাই্নের জার বালু দিয়ে ডিজাইন করে বিক্রয় করা হয়।
নিম্নের ভিডিও লিংন্ক গুলো থেকে শেখা যাবে এই ডিজাইন সমূহ, চেষ্টা করে দেখতে পারেন, হয়তো আপনিও হয়ে যেতে পারেন একজন সেন্ড মাষ্টার।
ভিডিও লিংন্ক-১
ভিডিও লিংন্ক-২
ভিডিও লিংন্ক-৩
ভিডিও লিংন্ক-৪ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।