আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচিত এমনকি স্টিকি করার মতো ২ টা পোস্ট।

সাধ্যের মধ্যে ফি, সেরা লোকেশন একটা সময় ছিলো ব্লগে্‌ আসতাম নিছক সময় কাটানোর জন্য। তারপরে মনে হলো না কিছু মজার জিনিস শিখবো যেটা দিয়ে ছোটদের সাথে মজা করা যাবে। এখন দিন যতো যাচ্ছে ব্লগে আসিই এমন কিছু পোস্ট পড়ার জন্য যে পোস্টের তথ্যগুলো জেনে সেগুলো বিক্রি করবো। এমনই ২ টা পোস্ট পড়লাম পিনাকী ভট্টাচার্য দাদার। সবারই জানার উচিত এই ২টা পোস্ট সম্বন্ধে।

খুবই সংক্ষিপ্ত কিন্তু আমার কাছে মনে হয় এই ২ টা পোস্টের প্রতিটি বাক্য শুধু নয়, প্রতিটি শব্দই তথ্যে ভরপুর। সর্ষের তেল এবং বাঙ্গালীর আত্মহননের গল্প বাঙ্গালীর কোলেস্টেরল ভীতি আর কর্পোরেট দুর্বৃত্তদের চালাকি পিনাকি দাদাকে অনুরোধ করবো বাংলাদেশের বিজ্ঞাপণগুলোর দেওয়া ভুল তথ্যগুলো দিয়ে বেশ কয়েকটি পরপর পোস্ট দেওয়ার জন্য। যেমন ছোট্র একটা উদাহরণ দেই আগে একটা অ্যাড দেখতাম যে অ্যারোমেটিক সাবান গ্লিসারিনযুক্ত। মজার বিষয় হচ্ছে যেকোন সাবানই তৈরি করার সময় গ্লিসারিন এমনি এমনিই উৎপাদন হবে। অটো উৎপাদন হবে।

কেমিস্ট্রি পড়ানোর সময় আমাদের এক স্যার একবার খাতায় বিক্রিয়া লিখে ব্যাপারটা দেখিয়ে ছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.