আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ ২৮শে অক্টোবর : -

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি ২৮ শে অক্টোবরের পরষ্পর বিরোধী দুইটি রাজনৈতিক গোষ্ঠীর একটা ছিল ধর্ম ব্যবহারকারী। ইউ টিউবে দেখা বিভিন্ন টিভি ফুটেজের মধ্যে একটিতে দেখা গেল - একজন শশ্রুমন্ডিত ব্যক্তি উচ্চস্বরে বিপক্ষ দলকে আক্রমনের জন্যে উতসাহ দিচ্ছে। তার উচ্চারন - "মরলে শহীদ বাচঁলে গাজী"। "বৃষ্টির মতো ঢিল মারো। " "আক্রমন করো।

" সবই ছিল যুদ্ধ পরিচালনার কমান্ডের মতো। কেউ কেউ পুরো বিষয়টাকে ধর্মীয় আবরনে ঢেকে দিতে চাইছে। এরা দেখাতে চায় ওখানে একদল নিরপরাধ মানুষ মারা গেছে। তাহলে এই আহ্বান কার জন্যে? কারা গিয়েছিলো সেখানে শহীদ হতে? কারা গাজী হয়ে ফিরে এসেছে? দীর্ঘকাল প্রবাসে থাকার ফলে অনেককেই চিনি না। ব্লগেতো সকল পক্ষের মানুষ আছেন।

কেউ কি বলতে পারেন -যুদ্ধের স্টাইলে আক্রমন পরিচালনাকারী এই ব্যক্তির নাম কি? কি তার পরিচয়? পুলিশ কি এই ব্যক্তিটিকে জিজ্ঞাসাবাদ করেছে। হয়তো তার কাছে থাকতে পারে বিষয়টির অনেক তথ্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।