আমাদের কথা খুঁজে নিন

   

কুরবানীর মতো মৌলিক ও পবিত্র দ্বীন ইসলামী কাজ মুসলমানরা পালন করতে পারছে না গোটা বিশ্বের মুসলমানদের এজন্য যথাযথ উদ্যোগী ও জজবাধারী হওয়া প্রয়োজন।

জীবন কখনোই সংগ্রাম বিহীন হতে পারে না আরবী বছরের বারতম মাস পবিত্র যিলহজ্জ শরীফ। এ মাসেই মহান আল্লাহ পাক তিনি পবিত্র হজ্জ আদায়ের ফরযটি নির্দিষ্ট করে দিয়েছেন। পবিত্র যিলহজ্জ শরীফ উনার দশম তারিখ হচ্ছে পবিত্র ঈদুল আযহা উনার দিন। এ মহান দিনে সূর্যোদয়ের পর দু’রাকায়াত পবিত্র ঈদুল আযহা উনার ওয়াজিব নামায অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতে হয়। অতঃপর যারা সামর্থ্যবান তথা মালিকে নিছাব তাদের উপর পবিত্র কুরবানী করা ওয়াজিব।

পবিত্র কুরবানী উনার গুরুত্ব ও ফযীলত সম্পর্কে বহু পবিত্র হাদীছ শরীফ মুবারক বর্ণিত রয়েছে। যেমন, মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “সামর্থ্য থাকা সত্ত্বেও যারা পবিত্র কুরবানী করবেনা তারা যেন ঈদগাহের নিকটে না আসে। ” নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরও ইরশাদ মুবারক করেন, “আদম সন্তান পবিত্র কুরবানী উনার দিন যেসব নেকীর কাজ করে থাকে তন্মধ্যে মহান আল্লাহ পাক উনার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো পবিত্র কুরবানী করা। ক্বিয়ামত দিবসে পবিত্র কুরবানী উনার পশু তার শিঙ, পশম ও খুরসহ উপস্থিত হবে এবং পবিত্র কুরবানীদাতার নাজাতের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে। ” সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরও ইরশাদ মুবারক করেন, “পবিত্র ঈদুল আযহা উনার দিনে বান্দা ও বান্দির পবিত্র কুরবানী উনার পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই মহান আল্লাহ পাক তিনি তার সমস্ত গুনাহ মাফ করে দেন।

” সুবহানাল্লাহ! পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরও ইরশাদ মুবারক হয়েছে, “যে সমস্ত পশু দ্বারা পবিত্র কুরবানী করা হবে ক্বিয়ামতের দিন সেই পশুগুলি পবিত্র কুরবানীদাতাকে পিঠে করে বিদ্যুৎবেগে পুলছিরাত পার করে বেহেশেত পৌঁছিয়ে দিবে। ” সুবহানাল্লাহ! পবিত্র কুরবানী একটি প্রতীকী ঘটনা। এর মাধ্যমে মূলত মুসলমান শিরক এবং গাইরুল্লাহকেই যবেহ করে পবিত্র দ্বীন ইসলাম উনার জজবা লাভ করে থাকেন। তাই পবিত্র কুরবানী মুসলমানদের কাছে যেমন প্রিয় ও গুরুত্বপূর্ণ বিধর্মীদের কাছে তেমনি অপ্রিয় ও না পছন্দির কাজ। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “সব বিধর্মীদের ধর্ম এক।

” বাস্তবতা তাই প্রমাণ করে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সব বিধর্মীর দেশেই পবিত্র কুরবানী উনাকে নিষিদ্ধ তথা চরম বাধাগ্রস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত জুন মাসে মিয়ানমারে মুসলিমবিরোধী সহিংসতা শুরু হওয়ার পর মুসলিম অধ্যুষিত এলাকাগুলো নাসাকা, সেনাবাহিনী ও সশস্ত্র রাখাইনরা ঘিরে রেখেছে। সেখানে মসজিদ ও মক্তবগুলো রয়েছে তালাবন্ধ। আযান ও প্রকাশ্যে নামায পড়ার সুযোগ নেই মুসলমানদের।

এ অবস্থায় সেখানকার অনেক মুসলমানেরই এবার পবিত্র কুরবানী দেয়ার সামর্থ্য নেই। গত কয়েক মাসের মুসলিম বিরোধী সহিংসতায় ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট হওয়ার পর সংখ্যালঘু মুসলমানরা এখন প্রায় সর্বস্বান্ত। রাখাইন ও নাসাকা বাহিনী মুসলমানদের গরু, ছাগলসহ গবাদি পশুও কেড়ে নিয়ে গেছে। এছাড়া, সামর্থ্যবান রোহিঙ্গা মুসলমানদের ধরে নিয়ে গিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করেছে নাসাকা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা। নিজ বাসভূমিতে অবরুদ্ধ মিয়ানমারের মুসলমানদের আসন্ন পবিত্র ঈদুল আযহা মুবারক-এ পশু কুরবানীর মৌখিক অনুমতি দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী নাসাকার স্থানীয় কমান্ডাররা।

তবে শর্ত দেয়া হয়েছে- যেসব পশুর কোন ব্যবহার উপযোগিতা রয়েছে। যেমন- চাষাবাদের কাজে বা বোঝা বহনের কাজে লাগে কিংবা দুধ দেয়- এমন পশু কুরবানী করা যাবে না। সুস্থ ও তাজা পশু পবিত্র কুরবানী উনার জন্য যেখানে ধর্মীয় নির্দেশনা মুবারক রয়েছে সেখানে নাসাকা কমান্ডারের নির্দেশ মতো ব্যবহার অনুপযোগী পশু কুরবানী জায়িয হবে কিনা তা নিয়েও সংশয়ে রয়েছেন মুসলমানরা। এদিকে ভারতের মধ্য প্রদেশে গরু জবাইয়ের অপরাধে সাত বছরের কারাদ-ের বিধান করা হয়েছে। এর আগে এ অপরাধের শাস্তি তিন বছরের কারাদ- এবং সর্বনিম্ন ৫০০০ রুপি জরিমানার বিধান ছিল।

নতুন আইনটি পুলিশকে যেকোন বাড়িতে ঢুকে তল্লাশি করা এবং কেউ গরু খেলে তাকে গ্রেফতার করার অধিকার দিয়েছে। মধ্য প্রদেশে হিন্দু ধর্মের অনুসারীই বেশি কিন্তু গরুর গোশত খান এমন মুসলমানদের সংখ্যাও দশ শতাংশের ঊর্ধ্বে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ সব খ্রিস্টান রাষ্ট্রে কঠোর আইন থাকার কারণে যত্রতত্র কুরবানীর পশু জবাই দেয়া যায় না। শহরের বাইরে ১০০ বা ২০০ মাইল দূরে গরুর ফার্ম থাকে। এসব ফার্মে নির্ধারিত স্থানে পশু কুরবানীর অর্ডার দিতে হয়।

খামারে ইলেকট্রনিক ও অটোমেটিক মেশিনে জবাই হয়। ফলত ইসলামের দৃষ্টিতে পবিত্র কুরবানী হয় না। এছাড়া মুসলমানদের সবার পক্ষে ঈদের নামায আদায় করে এত দূরে গিয়ে পশু জবাই দেয়া সম্ভব নয়। এ কারণে কোন মুসলমানের পক্ষেই কুরবানী করা সম্ভব হয় না। আর ঈদের দিনে অনেককেই নামায আদায় করে কাজে যোগ দিতে হয়।

উল্লেখ্য, বাংলাদেশে লোক দেখানো বৌদ্ধ হামলার পর এখন বৌদ্ধদের কাঁচা ঘরগুলোকে দালান করে দেয়া হচ্ছে। কিন্তু বহির্বিশ্বে মুসলমানদেরকে যে গণহারে শহীদ করা হচ্ছে, পদে পদে ধর্মীয় অধিকার লঙ্ঘিত করা হচ্ছে, ন্যুনতম মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সেদিক থেকে কোন মুসলমান দেশই সোচ্চার হচ্ছেনা। কোন মুসলমান দেশই টু শব্দ করছেনা। মুসলমান যেন বিন্দুতম পবিত্র ঈমানী অনুভূতি ও পবিত্র দ্বীন ইসলাম উনার চেতনা মুবারক হারিয়ে ফেলেছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.