আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন। । আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে গ্রামে যখন পানি কমে যায় তখন দূর-দূরান্ত থেকে মানুষ আসে গ্রামের খাল বিল থেকে কচ্ছপ নেওয়ার জন্য। একটা কাঠির মাথায় ধারালো এবং চিকন একটা লোহার টুকরা থাকে আর তা দিয়েই কচুরিপানার মধ্য থেকে কচ্ছপ বের করার চেষ্টা করে।
আগে খুব বেশী দেখা যেত কচ্ছপ শিকারি। কিন্তু অন্য পেশায় টাকা বেশী হওয়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন এই পেশা।
কিছুদিন আগে যখন গ্রামে গিয়েছিলাম তখন অনেকদিন পর তাদের দেখেছিলাম। এখনো খুব মনে আছে তাদের পিছন পিছন ঘুরার কথা। তারা কচ্ছপ শিকারে বের হতো আর আমরা ছোট ছেলেরা ঘুরতাম পেছন পেছন।
ভাবটা এরকম যে, কচ্ছপের চেয়ে তারা আমাদেরকেই বেশী শিকার করে ফেলেছে।
গ্রামের দোকানে বসেছিলাম। তারাও এসে বসল চা খাওয়ার জন্য। সুঠাম দেহের অধিকারী এসব মানুষ যে সহজ সরল হয় তা আগেই জানতাম। তারপরও তারা কীরকম সহজ সরল তা দেখে আবারো অবাক হলাম।
কথায় জানলাম সীমান্তবর্তী এলাকা থেকে এসেছেন তারা। খুব ভোরে বের হয়েছেন,আজকে সন্ধায় আবার ফিরে যাবেন। বেশ অবাক হলাম যখন শুনলাম এই মোটরগাড়ির যুগেও তারা হেটে এসেছেন এবং হেটেই চলে যাবেন। ভাবতেই অবাক লাগে কারন যেই দেশের বাসিন্দা তারা সেই দেশের প্রধানমন্ত্রী সাথে ১৫ টা মোটরগাড়ি নিয়ে ধোয়া উড়িয়ে চলেন। তাদের পেশায় লাভ লোকসান নিয়ে যখন কথা হচ্ছিল তখন তাদেরকে একজন জিজ্ঞেশ করল, তাদের মধ্য থেকে কেউ বিদেশে থাকে কিনা।
জানালো যে থাকে না। তারা বেশ অবাক হলেন যখন শুনলেন যে আমাদের এখান থেকে অনেকেই বিদেশ গিয়েছেন। আরো নড়েচড়ে বসলেন যখন শুনলেন বিদেশে যাওয়া লোকেরা মাসে ৫০ হাজার টাকা আয় করেন। এই কথা শুনে একটু এগিয়ে এসে জিজ্ঞেশ করলেন যে, বিদেশের টাকা আর বানলাদেশের টাকা এক কিনা। শুনে এবার আমি বেশ নড়েচড়ে বসলাম।
এরকম মানুষ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে থাকতে পারে তা আমি বিশ্বাস করতাম না। তারপর তারা যেই প্রশ্নটা করেছিল সেটা শুনে আমার একটা কথা শুধু মাথায় এসেছিল, আর সেটা হলো “বাংলাদেশ ডিজিটাল হচ্ছে কিনা জানি না তবু যদি হয়ে থাকে তবে সেটা শুধুমাত্র অবস্থাসম্পন্ন মানুষদের কাছেই হচ্ছে বা হয়েছে”
তারা জিজ্ঞেশ করেছিলো, “বিদেশ কি বাস দিয়ে যায় নাকি?”
তাদের প্রশ্ন শুনে অনেকেই হাসাহাসি করছিল। কিন্তু আমার খারাপ লাগছিলো এটা ভেবে যে, এরকম লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশে। তাদেরকে অন্ধকারে ফেলে কি আমরা ডিজিটাল হতে পারব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।