আমাদের কথা খুঁজে নিন

   

ওবামা - রমনি আর শাজাহান - রফিকুল, কতটা ফারাক।

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। ওবামা - রমনি যুক্তিতর্ক যুদ্ধ, আর আমাদের শাজাহান - রফিকুল হুমকি ঝগড়া যুদ্ধ। কোনটি বেশি উপভোগ্য? নির্বাচনকে সামনে রেখে ওবামা রমনির বিতর্ক দেখে বারবার মনে হয়েছে, নির্বাচনের আগে আমাদের হাসিনা খালেদাকে বিতর্ক করালে কেমন হয়। যাই হোক, গত কিছুদিন ধরে ওবামা রমনির শোভনীয় তর্কযুদ্ধ দেখে যতটা না অভিভুত হয়েছি।

গতকালকের শাজাহান - রফিকুল এর দেশের ১৬ কোটি মানুষের সামনে অশালীন ভাষায় ঝগড়া দেখে তারচেয়ে বেশি মুগ্ধ হয়েছি। কারণ এই যুদ্ধ আমাকে আবার মনে করে দিয়েছে আমি কোন দেশে জন্ম নিয়েছি। মনে করে দিয়েছে আমাদের দেশের রাজনীতিবিদদের চরিত্র। তারা প্রতিটি মানুষকে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে রাজনীতি করে সমাজের এক শ্রেনীর ঘৃণ্য কীট। কোনটি বেশি উপভোগ্য? আমার কাছে বেশি উপভোগ্য হলো শাজাহান - রফিকুল এর অশালীন ভাষায় ঝগড়া।

কারণ আমরা এমন জায়গা থেকে এসেছি এগুলো না দেখলে দিনটি কেমন যেন পানসে পানসে লাগে। যেমন মাছের ব্যাপারীরা মাছের বাজারের গন্ধ না শুকলে তাদের দিনটি পানসে পানসে লাগে। যেমন প্রতিদিন খবরের কাগজে কয়েকটি খুন ধর্ষণ না দেখলে পেপারের পাতা শুন্য শুন্য লাগে। আরটিভিকে ধন্যবাদ। আমরা নতুন প্রজন্ম আবারো বুঝতে পারলাম রাজনীতি করতে হলে আমাদের ওবামাদের মত শালীন হলে চলবে না, আমাদের হায়েনার মত নিস্ঠুর আর ওমুকের মত অশালীন হতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।