নহি দেবী, নহি সামান্যা নারী। শুধু খাটা খাটুনি করে পোস্ট দিলেই হবে? সুস্থ্য শরীরের জন্যে দরকার সুখাদ্য। তাই আজকের আয়োজন খাই -দাই । তাহলে কথা না বাড়িয়ে খা্ওয়া দা্ওয়ায় মন দেই প্রথমেই একটু শরবত দিয়ে গলা ভিজিয়ে নেয়া যাক ১. ২. ৩. ৪. ৫. ৬. ৭. ৮. স্যরি , আমি আগে খেয়ে নিলাম ৯. ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০. আচ্ছা এবার হাত ধুয়ে আরাম করে বসুন...তারপর ডেজার্ট খাওয়া শুরু করা যেতে পারে। ৩১. ৩২. ৩৩. ৩৪. ৩৫. ৩৬.। আতিথেয়তা গ্রহণের জন্যে অনেক ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।