আমি কখনো যায়নি জলে,কখনো ভাসিনি নীলে,কখনো রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে সকল ব্লগার বন্ধুদের দৃস্টি আকর্ষন করছি.............। আমি জানিনা আমার সাথে কি হয়েছে আজকে প্রায় ৫ দিন পর সামুতে এসেছি।নিজের একাউন্ট খুলে দেখি আমার একাউন্ট থেকে একটা পোস্ট দেয়া ------------------------পেইড ব্লগার হতে মনচায়.................। যারা আমাকে চেনেন বা আমার লেখার সাথে পরিচিত তারা নিশ্চই জানেন আমি এ ধরনের লেখা কখনোই লিখিনা । শুধু তাই না আমার আই ডি ইউজ করে আবার মন্তব্যের উত্তর ও দিয়েছে । কি ভয়ন্কর অবস্হা । প্লীজ আমাকে জানান আমার করনীয় কি? আমি কি করবো? আমার নিকটা কিভাবে বাচাবো? কিভাবে বুঝবো হ্যাকার টা কে? এক্ষেত্রে সামু র কি কোন হেল্প পেতে পারি ? আমার একাউন্ট থেকে অন্যজন কিভাবে পোস্ট করতে পারে ? এটা কি ভাবে সম্ভব ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।