আমাদের কথা খুঁজে নিন

   

এখনও ভিতর অনেকে জীবিত আছে।উদ্ধার হওয়ারা জানাচ্ছেন।এই জন্য চাই ত্বড়িত গতিতে কাজ করা।সারাদেশ থেকে দমকলের আরো লোক আনা

সাভার রানা প্লাজার বিভিন্ন ফ্লোরে এখনও আটকে রয়েছে অনেক মানুষ। কেবল উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির অভাবে উদ্ধার করা যাচ্ছে না আটকে পড়া জীবিতদের। বৃহস্পতিবার রাত সোয়া তিনটায় ঘটনাস্থল ঘুরে স্বেচ্ছাসেবক মোহাম্মদ মমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, “বুধবার সকাল সাড়ে ১১টায় মোবাইল ফোনে আমার ভাই সাঈদের আটকে থাকার খবর জানতে পেরে দুপুর ১২ টায় এসে তাকে উদ্ধার করি। তারপর থেকেই উদ্ধার কাজ করছি। ” মমিনুল ইসলাম বলেন, “১ম ও ২য় তলা ছাড়া প্রতিটি ফ্লোর থেকেই হতাহতদের কম বেশি উদ্ধার করা হয়েছে।

অনেককে আবার অক্ষত অবস্থায়ও উদ্ধার করা গেছে। তবে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি না থাকায় তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত অনেকেই আটকা পড়ে আছেন। আমরা পানি, স্যালাইন, ছোট ফ্যান, লাইট সরবরাহ করার চেষ্টা করছি। ভেতর থেকে আহত অনেকেই মোবাইলে উদ্ধার করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু যন্ত্রপাতি না থাকায় আমরা যেতে পাচ্ছি না।

আবার অনেকের মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার আমরা আর বুঝতে পারছি না তারা বেঁচে আছে নাকি মরে গেছে। ” এছাড়া, নিখোঁজ স্বজনদের জন্য রাস্তায় ভীড় করে রয়েছেন অনেকে। রাজশাহীর নওদা পাড়া থেকে সালাহ উদ্দিন এসেছেন তার ভাইকে খুঁজতে। আর একই পরিবারের ১০ সদস্যকে হারিয়েছেন দারাউজ্জামান। এমন অসংখ্য স্বজনের আহাজারিতে ভারি হয়ে উঠছে সাভারের আকাশ- বাতাস।

অনেকে নিখোঁজ হওয়া স্বজনের ছবি হাতে এদিক ওদিক ‍ছুটছেন। কেউ উদ্ধার হলেই সেদিকে ছুটে যাচ্ছেন নিজের স্বজনের খোঁজ নিতে। উল্লেখ্য, বুধবার সকাল পৌনে ৯টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের বহুতল ভবনটি ধসে পড়ে। ভবনটির মালিক স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানা স্তুপের নিচে আটকে ছিলেন। পরে তাকে উদ্ধার করা হলে তিনি পুলিশের সহায়তায় এলাকা ত্যাগ করেন।

তাকে আর খুঁজে পাওয়া যায়নি। রানা প্লাজার প্রথম ও দ্বিতীয় বিপণী বিতান এবং তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত পোশাক কারখানা। এসব ফ্লোরে পাঁচটি কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করতেন। নবম তলার নির্মাণ কাজ চলছিল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.