আমার একাউন্টটি আমার প্রেমিকা কর্তৃক হ্যাকড হয়েছিল। হ্যাক করার প্রণালীটি ছিল অত্যন্ত কঠিন। সে মধুর মধুর বাণী বর্ষণ করে আমার আমার পাসওয়ার্ড জেনেছে বহু আগেই। সেটাই ঠিকমতো বসিয়ে সে লগ ইন করে গত মধ্যরাতে "Break up:-)" লিখে স্ট্যাটাস দিয়েছে এবং নিজ একাউন্টটি ডিঅ্যাকটিভেট করেছে। গভীর রাতে নিরস্ত্র জনগণের উপর এভাবে হামলায় ফেসবুকবাসী গভীর শঙ্কা প্রকাশ করেছে।
পরবর্তীতে সকালে আমার দেওয়া বিবৃতিটিও মুছে ফেলেছ।
উল্লেখ্য, গত সন্ধ্যায় আমাদের মধ্যে এক লাইনের ঝগড়া হয়েছে। তারই জের ধরে আজ আমার মতো মজলুমের উপর এই আক্রমণ করা হয়েছে। আমি এই আক্রমণের তীব্র নিন্দা জানাই। সেইসাথে বিরোধীদলকে পার্লামেন্টে এসে তার বাক্তব্য পেশ করতে অনুরোধ জানাই।
আলোচনার মাধ্যমে (এবং আরও কিছুর মাধ্যমে) বিরোধের নিষ্পত্তি করা যেতে পারে।
ফেসবুক দেশের জনগণ আজ অবাক তার এই কর্মকান্ড দেখে। তারা আমার কাছে জানতে চেয়েছে আমরা ভালো আছি কিনা। আমি তাদের আস্বস্ত করতে চাই যে, আমরা ভালো আছি এবং আমার একাউন্টটির নিরাপত্তা নিশ্চিত করা গেছে। সমস্যার আশু সমাধান করার জন্য আমার সরকার দ্রুত কাজ করে যাচ্ছে।
ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।