আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষার আগেই সড়কের কাজ শেষ হবে: কাদের

শুক্রবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় সড়কের কাজ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, বেশি সময় নেই। বর্তমান সরকারেরর আর তিন মাসের মতো মেয়াদ রয়েছে। সামনে ঈদ। বর্ষা আসন্ন।

অতএব, এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হল অসমাপ্ত সড়কের কাজ শেষ করা।
অধিকাংশ সড়ক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আর চাঁদপুরসহ দেশের যেসব সড়কের কাজ অসমাপ্ত রয়েছে তা আগামী ঈদ ও বর্ষা মৌসুমের আগেই সম্পন্ন করা হবে, বলেন তিনি।
এ সময় মন্ত্রী বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক সংস্কার কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, “এক বছর আগে আমি চাঁদপুর এসেছি।

তখন রাস্তাঘাটের যেই দুরাবস্থা দেখেছি তাতে আমি বেশ লজ্জিত ছিলাম। বর্তমানে আমরা অনেকদূর এগিয়েছি। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।