আমাদের কথা খুঁজে নিন

   

আমার রাতের ঘুম হারাম করে কাব্য রচনাঃ (শিরোনামহীন)

I never knew how to worship until I knew how to love. কবিতাঃ১ এই শহরে রোদ নেই, ছারপোকা আছে মৃদু আলোয় তারা নিশিকাব্য রচনা করে, জানালায় গাছেদের ছায়া পড়ে অহরহ জোছনায় ছায়া পড়েনা মনে চাওয়া কারো। চাইনা স্মৃতি হোক কারো কাজল চোখ কোন মেঘ ডাকা বিকেলের অন্ধকারে, এই শহর ভুলে যায়, মনে রাখেনা বিষণ্ণ জলকেলি, অবরুদ্ধ অবকাশ।“ ~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~ কবিতাঃ২ মেঘের আড়ালে রোদ হারালে ভয় করো না তুমি। জ্যোৎস্না রাতের সবটুক চাঁদ তোমার অধর চুমি। যদি কখনো চাঁদ চলে যায় তোমার আকাশ থেকে, জ্যোৎস্না নিও আঁচল ভরে চাঁদটা আমার ভেবে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।