আমাদের কথা খুঁজে নিন

   

আন্দোলন কর্মসূচিতে উত্তাল সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে

মিরপুরে অবস্থিত দেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে দুর্নীতিবাজ প্রিন্সিপালের অপসারনের দাবিতে আন্দোলন কর্মসুচি অব্যাহত রয়েছে। দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে স্বজনপপ্রীতিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্তীরা দুর্নীতিবাজ অধ্যক্ষেকে অবাঞ্চিত ঘোষনা করেছে এবং তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এছাড়া ও ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর করা হয়েছে। এর আগেও এই অধ্যক্ষের অপসারনের দাবিতে আন্দোলন হয়েছিল, তখনো তারা রাস্তা অবরোধসহ নানা কর্মসুচি পালন করেছিল তখন উপ্র মহলের আশ্বাসের ভিত্তিতে আন্দোলোন কর্মসূসচি তুলে নেয়া হয় কিন্তু আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় পুনরায় তারা নতুন করে কর্মসুচি ঘোষনা করে এবং যতদিন দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারন না হবে ততদিন ক্লাশবর্জনের ঘোষনা দেয়া হয়। উক্ত আন্দোলনের সাথে নতুন করে যোগ হয়েছে চাকরির আন্দোলন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে চাকরির কথা বলে আসলেও নানা করনে চাকরি স্থগিত হয়ে আসছে নিয়োগ বিধির অভাবে, অথচ নিয়োগ বিধি নিয়ে কোন কাজ হচ্ছেনা। এছাড়া এর সাথে যোগ হয়েছে ইন্টার্নি ভাতা পারমানেন্ট করার দাবিকরন।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.