জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
যারা শুদ্ধ বানান নিয়ে দ্বিধায় ভোগেন তাদের জন্য এই সিরিজটি।
কৈফিয়ত : তালিকা থেকে ভারতীয় বইগুলো নিয়ে আপাতত আলোচনা করছি না। কারণ ভারতীয় বইয়ে এবং বাংলাদেশের বইয়ে বানানের কিছু নিয়মে রকমফের আছে। এই রকমফের নিয়ে আলোচনায় আটকে গেলে বানান শেখার আগেই বিভ্রান্তি সৃষ্টি হবে। তাই আমার পরামর্শ হচ্ছে, প্রথমেই ভারতীয় বইগুলো না পড়ে বাংলাদেশ থেকে প্রকাশিত বইগুলো পড়া উচিত।
তারপর বেশি জানার জন্য ভারতীয় বইগুলো পড়া যেতে পারে।
বইয়ের নাম : প্রথম আলো ভাষারীতি
সম্পাদনা পরিষদ : মাহবুবুল হক, সাজ্জাদ শরীফ, অরুণ বসু ও ফরহাদ মাহমুদ
প্রকাশক : প্রথম আলো
মূল্য : ৯০ টাকা
বানান ও ভাষা ব্যবহারের ক্ষেত্রে লিখতে গেলে যে জায়গাগুলো আমরা ভুল করি, সেই অংশগুলো মূলত এই বইয়ের ফোকাস। বিশেষ করে 'লিখব-লিখব না' অংশটা খুবই চমৎকার। কোন শব্দ সম্পর্কে সন্দেহ দেখা দিলে চট করে চোখ বুলিয়ে নিলেই হবে।
প্রথম আলো পত্রিকার নিজস্ব ভাষারীতি হিসেবে এটা লিখিত হলেও এটার নিয়মগুলো সার্বজনীন।
সুতরাং লেখকদের জন্য এই বইটির বানান রীতি অনুসরণ করা সুবিধাজনক হবে।
এই বইটার সুচিপত্রটা একটু দেখলেই বোঝা যাবে এটা কেন দরকার। সূচিপত্রে আছে - ক্রিয়াপদে ও-কার, শব্দের ভিন্ন প্রয়োগ, ভুল শব্দ ও ভুল প্রয়োগ, সমাসবদ্ধ/নিরেট ও অনিরেট শব্দ, বর্ণব্যবহার, যতিচিহ্নের সাধারণ ভুল, পরিশিষ্ট-১: বানান অভিধান : লিখব-লিখব না এবং পরিশিষ্ট-২: সমাসবদ্ধ কিছু শব্দ
যারা লেখালেখির সঙ্গে জড়িত, তারা এই বইটি সংগ্রহ করলে উপকৃত হবেন। বানান বিষয়ে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।
চলবে .....
পর্ব -০১ ।
পর্ব -০২ । পর্ব -০৪ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।