আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানান শেখার বই - ০২

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই যারা শুদ্ধ বানান নিয়ে দ্বিধায় ভোগেন তাদের জন্য এই সিরিজটি। বইয়ের নাম : বাংলা শুদ্ধ লিখুন ভালো লিখুন লেখক : দিলীপ দেবনাথ প্রকাশক : দিব্যপ্রকাশ মূল্য : ১৫০ টাকা বইটি সম্পর্কে এই বইয়ে যা লেখা আছে - সময় বদলের সঙ্গে সঙ্গে ভাষারও বিবর্তন ঘটে। ভাষা থেকে শুধু বহু শব্দ ঝরেই পড়ে না অনেক নতুন শব্দ যুক্তও হয়; ভাষাকে করে সমৃদ্ধ। কখনও কখনও শব্দের পুরনো অর্থও পাল্টে যায়। শুধু তাই নয়, বানানও পাল্টায়।

ভাষাকে সুশৃঙ্খল করার জন্য ব্যাকরণ অপরিহার্য হলেও বাস্তবে দেখা যায় ব্যাকরণের নিয়মকে অগ্রাহ্য করেই বহু শব্দ তৈরি হচ্ছে, সেগুলো নির্দ্বিধায় ব্যবহৃতও হচ্ছে। এটি ভাষার গতিশীলতাই প্রমাণ করে। বহু ভাঙ্গাগড়ার পর বাংলা বানানের একটি প্রমিত রূপ তৈরি হয়েছে। এই রূপটির সঙ্গে আমাদের অনেকের পরিচয় নেই। এই বইয়ে বাংলা বানানের সাধারণ নিয়মগুলো তুলে ধরা হয়েছে।

এছাড়াও শব্দের আধুনিক বানান, শব্দের ব্যবহার, বাক্যগঠন, যতিচিহ্নসহ প্রয়োজনীয় কিছু বিষয় সংক্ষেপে বলা হয়েছে। শুদ্ধ ও ভালো বাংলা লেখার ব্যাপারে বইটি হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী। বইটাই তো সব বলে দিল, আমি আর কী বলব ? যথারীতি এই বইটি আজিজ মার্কেট বা নিউ মার্কেটে পাওয়া যাবে। বিঃদ্রঃ সাধারণ ব্লগার বা আম-জনতার জন্য পরের পর্বগুলো পড়ার দরকার নাই। প্রাথমিক ধারণার জন্য এই দুটি বইই যথেষ্ঠ।

যারা লেখক হতে চান, তারা সিরিজের পরবর্তী পর্ব থেকে পড়তে পারেন। চলবে ....... পর্ব -০১ । পর্ব - ০৩ ।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.