আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । কাযী আয়ায (রাঃ) বলেন, মহানবী (সাঃ) এর বৈশিষ্ট্যবলী এবং যতটুকু গুণে গুনান্বিত ছিলেন উনার সমকক্ষ আর কেউ নেই ।
বুখারী এবং মুসলিম শরীফে আছে- মহানবী (সাঃ) সর্বাধিক সুন্দর, সবচেয়ে বড় বাহাদুর এবং সবচেয়ে বড় দানশীল ছিলেন । উনার মধ্যে দৈহিক এবং চারিত্রিক উভয় প্রকারের সৈান্দর্য্যের বহিঃপ্রকাশ ঘটেছিলো ।
তাই তিনি সর্বাধিক সুন্দর, মহানুভব এবং প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন ।
কেউ কোন কিছু প্রর্থনা করলে তিনি 'না' বলেছেন এমন ঘটনা উনার জীবনে একটিও নেই । তিনি সকল প্রর্থনা কবুল করতেন এবং প্রার্থীত বস্তু দান করতেন ।
প্রার্থনাকারীকে দেয়ার মতো কোন কিছু উনার কাছে তাৎক্ষণিকভাবে কিছু না থাকলে বা দিলে ক্ষতি হবে এমন হলে তিনি অপক্ষো করতেন, সুন্দর কথা বলে প্রার্থনাকারীর মন ভালো করার চেষ্টা করতেন এবং নিজের অক্ষমতা প্রকাশ করতেন । কিন্তু সরাসরি মুখের উপর 'না' বলেছেন বা দিতে পারবনা এরকম কখনও করেন নি ।
মাঝে মাঝে তিনি প্রার্থনাকারীর মঙ্গলার্থে প্রার্থীত বস্তু দেয়া থেকে যদি বিরত থাকতেন তবে সুন্দর উপদেশ দিয়ে দিতেন । একদা হযরত আবু যর গিফারী (রাঃ) কোন একটি আমলের খায়েশ করলেন । হুযুর (সাঃ) বললেন, হে আবু যর ! তুমি দুর্বল হও, আমলের খায়েশ করো না । কারো কাছে কোন কিছু চেয়োনা । এমন কি হাতের লাঠিও পড়ে গেলে কারো সাহায্যে উঠানোর চিন্তা করো না ।
জনৈক কবি বলেছেন, শাহাদাতের বাক্যে 'লা' অর্থাৎ 'না' না থাকলে হয়তো মহানবী (সাঃ) জীবনেও এই শব্দটি উচ্চারণ করতেন না ।
আমরা কি উনার মতো হতে পারিনা ? মানুষের সাথে একটু সুন্দর ব্যবহার করতে পারিনা ? মহানবী (সাঃ) সুন্নতের মধ্যেই রয়েছে কল্যাণ ও কামিয়াবী - তা যত ছোটই হউক না কেন ।
সূত্রঃ মাদরিজ উন নবুয়ত । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।