Set sail, ye hearts~ into the sea of hope.. নির্ভরযোগ্য সূত্রে আজ জানতে পেরেছি যে শুধু খেলায় ব্যর্থতা নয়, বরং স্মার্টনেসের অভাবই সাকিব তামিমদের পদচ্যুতির মূল কারন। তাই পুরা বিকাল ধরে সমস্ত খেলোয়াড়ের নাম, চেহারা, (ফেসবুকের) প্রোফাইল আর বংশতালিকা দেখলাম সব দেখেশুনে আমার মনে হচ্ছে মাত্র একটা ছেলেই আছে বিসিবি চাইলে যার কাঁধে অধিনায়কত্বের গুরুভারটি নিশ্চিন্তে তুলে দিতে পারেন। সে হলো অতি আলোচিত, আমার অইত্যান্ত প্রিয় খেলোয়াড় শাহাদাত হোসেন রাজীব। তার চেহারার স্মার্টনেস, কথা বলার স্টাইল...মাশাল্লাহ সবকিছুই অধিনায়ক হওয়ার জন্য পার্ফেক্ট। আবার দাড়ি রাখলে তো সাক্ষাৎ আফ্রিদি! আমার মনে হয় সকল ক্রিকেট ফ্যানদের-ই এখন উচিত বিসিবির কাছে জোর দাবী তোলা, শাহাদাত ছাড়া অন্য কাউকে যেন এই পদে বসানো না হয় এর জন্য আমি প্রয়োজনে শহীদ মিনারে অনশন করতে রাজী আছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।