আমাদের কথা খুঁজে নিন

   

কাঁদছে বাংলাদেশ, ঊঠে দাঁড়াও,- যদি মানুষ হও!

কাঁদছে বাংলাদেশ, ঊঠে দাঁড়াও,- যদি মানুষ হও! ছুটে যাও,- যদি মানুষ হও! রক্ত দাও,- যদি মানুষ হও! কাঁদছে মানুষ, অশ্রু ঝরাও,- যদি জনক হও! হাত বাড়াও,- যদি প্রেমিক হও! পাশে দাঁড়াও,- যদি সন্তান হও! ডুবে গেছে মানুষ,- মানুষেরই লোভে, পুড়ে গেছে মানুষ,- মানুষেরই পাপে, মরে গেছে মানুষ,- মানুষেরই বিষে! ** আর কিছু লিখতে পারছিনা, ভেতরে বোবা কিছু যন্ত্রনা কিলবিল করছে, আমি দূর একটা শহরে পরে আছি! সহব্লগার বন্ধুরা রক্ত দিতে চলে গেছে সাভার। হাজারও ছেলেমেয়ে ছুটাছুটি করছে রক্তের জন্য। আর কিছু না থাক, এই দুঃখিনী বাংলাদেশের তো মানুষের অভাব নেই। এই দেশে রক্তের জন্য একটা মানুষ মারা যাওয়াটা পাপ, বড় কলঙ্ক, বড় লজ্জা হবে। একমুঠো রক্ত নিয়ে যারা পারেন ছুটে যান, প্লীজ, প্লীজ …

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।