আমাদের কথা খুঁজে নিন

   

হোটেল রেডিসন কেলেঙ্কারি!!!

আমি সাধারণ মানুষ রেডিসনের ডিজে পার্টিতে মহিলা লাঞ্ছিত, জিডি রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের ডিজে পার্টিকে ঘিরে মারধরের ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্য রাতে 'নাতাশ নাইট' নামের ওই ডিজে পার্টিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার রাতে রেডিসন হোটেলে চলা ডিজে পার্টির আয়োজক ছিলেন জামিল, নাতাশা ও লেমন নামের কয়েকজন। আয়োজক নাতাশার নামে পার্টির নামকরণও করা হয় 'নাতাশা নাইট'।

রাত গভীর হতেই কিছু যুবক মাতাল অবস্থায় আনন্দ-ফুর্তিরত মেয়েদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ ও নাজেহাল করতে থাকেন। রাত আড়াইটার দিকে কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক একজন সুন্দরী মহিলাকে খারাপ ইঙ্গিত করে। এ সময় তার সঙ্গে থাকা একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা এবং একজন ব্যবসায়ী ওই ঘটনার প্রতিবাদ করলে উচ্ছৃঙ্খল যুবকরা তাদের ওপর চড়াও হয়। শুরু হয় হাতাহাতি। পুরো ডিজে ভেন্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে ভুক্তভোগীরা পার্টি কক্ষ ছেড়ে বাইরে চলে এলে কিছু বহিরাগত সন্ত্রাসী আবার তাদের লাঞ্ছিত করে। পরবর্তীতে ক্যান্টনমেন্ট থানায় ভুক্তভোগীদের একজন জিডি করেন। অভিযোগকারী জিডিতে উল্লেখ করেছেন, আয়োজক এবং হোটেলের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে তারা কোনো সহায়তা পাননি। এ ব্যাপারে ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার আওরঙ্গজেব খান এ প্রতিবেদককে বলেন, ঘটনাটি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও একাধিক সূত্রে জানা গেছে, প্রায় প্রতিরাতেই পাঁচতারকা ওই হোটেলে চলে ডিজে পার্টি।

রাতভর চলা ওই পার্টিতে আগতদের নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও আয়োজকরা প্রায়ই এক্ষেত্রে ব্যর্থ হন। কিছু উচ্ছৃঙ্খল ধনীর দুলাল ও স্থানীয় কিছু সন্ত্রাসীর হাতে প্রায়ই নাজেহাল হন আগতরা। প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মানসম্মানের ভয়ে তাদের অনেকেই থানা-পুলিশকে অবহিত করতে চান না। সূত্র আরও জানায়, নিয়ম অনুযায়ী হোটেলের নির্দিষ্ট বারে অ্যালকোহল, বিয়ার থাকার কথা থাকলেও ওই পার্টি ভেন্যুতে হরহামেশাই পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি মদ ও বিয়ার।

এসব পার্টিকে কেন্দ্র করে প্রতিরাতেই ঘটছে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ ব্যাপারে হোটেল রেডিসনের নিরাপত্তা বিভাগে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.