আমাদের কথা খুঁজে নিন

   

"ভোরের আলোতে স্বপ্ন শেষে কল্পনাতে রাখি তোমাকে"

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! 1 তারায় তারায় ছন্দ করে, রঙ এর ঠিকানায় শশি এমন অবুঝ কেন আমার আঙ্গিনায় ফুলের মধু জমছে দেখ হরিণ টানার বনে সাঁঝ হতে সেই সারা বেলা তুমি আছ মনে আফ্রিকাতে অনাহারে মরছে শিশু লাখে লাখে কম্বোডিয়ায় শিশুর হাতে বইএর বদলে অস্ত্র দোলে আমেরিকা আজ বিশ্বময় শান্তি খোঁজে তাইতো ওরা লক্ষ লক্ষ মানুষ মারে ভেবেছিলাম তোমার পানে চেয়ে আমার মৃত্যু হবে শান্তি পাগল পশুগুলো কি সেটুকু সুখ পেতে দেবে জানিনা সব কোথায় যাব, অন্ধকারে কি তোমার হাতটি পাব তবুও আমি পলাশ কে যে ভালবাসি, হাতটি তোমার ঠিকই পাবো। 2 বৈষন্নিক মগজে শব্দবিভ্রাট হাতুর দিয়ে খুটিয়ে খুটিয়ে শৈল্পিক শব্দ তৈরি হবে পাজরের বুক-খাচাঁয়- মোহ ভুলে ভ্রান্ত যত -তত ঠেলে দেয় বিভ্রান্তের পথে- পথ ভুলে সে যদি আসে এপথে - শব্দে শব্দে তাকে স্বাগত জানাতে নিরেট সদ্য তর-তাজা ফুটা ফুলের সৌরভে -গোপনে লালন করে তারে হৃদয়ে --অনুচ্চারিত যত শত কাব্য সব ফুলকি-ধারার মতো ফুটবে তোমার আগমনে - কাশঁ ফুলে ফুলে হাওয়ার মালাত উম্মাদনায় ভেসে ভেসে বেড়ায় দূরে সাদা মেঘ - অস্পষ্ট চোখে আমি বারবার করি ভুল ---- একি মেঘ নাকি কাশঁ ফুল ? 3 সহস্র-জীবন কাটে নৈঃশব্দ্যের দৃশ্য-অতলে - নীহারিকা যাচ্ছে ডুবে ক্রমশে ...শব্দের গতি-ঝড়ে আবার দেখা হবে অরন্যের ঘুম প্রহরে ... বিনিদ্রিত চোখ খুজে পেতে চায় নক্ষত্র-রাজি - শতদলে প্রস্ফুটিত ঘ্রানে ঘ্রানে ... 4)ঝকঝকে আকাশ দেখছি বহুদিন পর কালো মেঘ গুলো সব ভেসে চলে গেছে বহুদূর, সারসের দল ঝাঁক বেধে নেমেছে মৎস শিকারে। দূরে অশ্বথ গাছের ডালে দুটি ফিঙ্গে বসে চারিদিকে অসংখ্য পাখি ডাকে ফিঙ্গেদের কথা গুলো আসেনা কানে তবু আমি এখান থেকে বুঝতে পারি মান অভিমানের পালা চলছে তাদের। হঠাৎ ছোট ট্যাংরার পোনাগুলো দিচ্ছে লাফ পানি থেকে তারা আকাশকে ছুঁয়ে দেবে, আমিও তাদের মত আকাশকে ছুঁতে চাই। আকাশতো সবার, তাই দূরেই থেকে যায় আমিও আকাশকে ছোঁব, আকাশে ভেসে বেড়াব, ওই দূরকে নিকটে আনার সময় খুব দূরে নয়, ফিঙ্গেদের অভিমান মিটে যাবে সারসের দল উড়বে আবার নিজ ঠিকানায়। এই লেখাটা ৬০ এর বেশি পাঠক হইবেক লাই আমি ১০০% সিউর  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।