আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....! আগেই বলে নেই, আমি মুসলমান.। আমার বংশের সবাই নামাজি! তবে ছোট একটি বিষয় গত কয়েকদিন ধরে মনের ভেতর খুব নাড়া দিচ্ছে..!
বাংলাদেশের প্রায় সব মসজিদের টয়লেট তালা দিয়ে রাখা হয়। যাতে সেটা কেউ ব্যবহার না করতে পারে। অনেক মসজিদে শুধু সামাজের সময়ে অল্প সময়ের জন্য খুলে দেওয়া হয়। গ্রাম থেকে শহরে সব জায়গায় একই অবস্থা।
বাংলাদেশে পাবলিক টয়লেট ব্যবস্থা সেভাবে গড়ে উঠেনি। দেশের বিশাল জনসংখ্যার উপকারই হবে যদি মসজিদের টয়লেট ব্যবহার করাযায়। এতে পরিবেশেও ভালো থাকবে। মানুষতো টয়লেটে আড্ডা দিতে যায় না।
আর ইসলাম যেহেতু শান্তির ধর্ম , সেহেতু এটা সোওয়াবের কাজই হওয়ার কথা।
মসজিদের টয়লেট তালা দিয়ে রাখতে হবে , এমন কোন নিয়ম ইসলামের কোথাও আছে কিনা জানতে চাচ্ছি। আর যদি না থাকে তাহলে কেন তা তালাবদ্ধ থাকবে???
...
বি. দ্র.কাউকে ছোট করা বা আঘাত দেওয়ার জন্য নয়। শুধু জানার জন্য আর নিজের একান্ত ভাবনা থেকেই এই লেখা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।