আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র মক্কা ও মদীনা থেকে আমার তোলা কিছু ছবি ও আমার ওমরা হাজ্জ্ব পালন । (ছবি ব্লগ-২)

পৃথিবীটা যদি একটা বিশাল নদী হয় , তবে আমি ভাববো পৃথিবীর উপর আমি একটি ভাসমান নৌকা । যার ধর্মই হচ্ছে বয়ে চলা । ২০১২ সালের প্রথম দিকে আমি পবিত্র ওমরা হজ্বের উদ্দেশ্যে মক্কা ও মদীনাতে গিয়েছিলাম । প্রথমেই মহান আল্লাহ্‌ পাককে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমার মত একজন সাধারন ব্যাক্তিকে তিন তিন বার তার পবিত্র স্থান গুলো দর্শন করার সুযোগ করে দিয়েছিলেন ।

আমার দেওয়া এর আগের পোস্টে আমি যেই ছবি গুলো দিয়েছিলাম , সেগুলো ছিলো পবিত্র মদীনা থেকে নেওয়া। আর এই পোস্টে যেই ছবিগুলো দিলাম এগুলো পবিতের মক্কা থেকে তোলা । আগেই বলে রাখি , ছবি গুলো নোকিয়ার একটি মোবাইল দিয়ে তোলা । সব গুলো ছবি হয়ত ভালো হয়নি । ব্যাস্ততার কারনে এডিট করাও সম্ভব হয়নি ।

Heram Moshjidh. যে সকল হাজ্জ্বীগণ মদিনা শরীফ জিয়ারত করে অথবা মদিনা থেকে (হাজ্জ্ব বা ওমরা হাজ্জ্ব) করার উদ্দেশ্যে পবিত্র মোক্কা যাবে , যাওয়ার পথে তাদেরকে অবশ্যই এই হেরাম মসজিদে আসতে হবে । কারন , এখানে এসে গোসল এবং অযু করে পাক-পবিত্র হয়ে ,হাজ্জ্বের পোশাক পরে মসজিদে দুই রাকায়াত নামায পরতে হবে । পরে এখানে বসেই পবিত্র হাজ্জ্বের নিয়ত বাধতে হবে । এর পরেই পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিতে হবে .........। মদীনা থেকে মক্কা যাওয়ার পথে আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছিলাম , যার সবকিছু এখানে লিখা সম্ভব নয় ।

দৃর্ঘ্য সময় গাড়ী চলার পর আমরা মক্কায় গিয়ে পৌছেছিলাম । Aysha Moshjidh . মক্কাবাসি এবং যারা মদিনা না গিয়ে সরাসরি মক্কা থেকে হজ্জ্ব অথবা ওমরা হজ্জ্ব করবে তারা এই আয়েশা মসজিদে এসে গোসল করে দুই রাকায়াত নামায পরে হজ্জ্বের নিয়ত বাঁধতে হবে । এটি পবিত্র কাবা শরিফ থেকে সামান্য দূরে অবস্থিত । এই পবিত্র আয়শা মসজিদে দুই বার নামায পরার সুযোগ আমি পেয়েছি । ( Thanks God .) পবিত্র কাবা শরীফ ।

এই ছবিট আমার নিজের তোলা নয় । নেট থেকে নেওয়া । কারণ আমার পক্ষে সম্ভব নয় পুরো কাবা শরীফ এক ছবিতে ক্যাচ করা । পবিত্র কাবায় প্রবেশ পথ । এই প্রবেশ পথ ছাড়াও কাবার ভিতরে প্রবেশের আরো ৮৮টি প্রবেশ পথ আছে ।

হেরাম শরীফের ভিতরের অংশ । পবিত্র কাবার সামুনে থেকে তোলা । পবিত্র ওমরা শেষ করে , হেরামের চারপাশটা ঘুরে দেখার সময় এই ছবিটি তুলেছিলাম । হেরামের মধ্যেই , কাবা ঘর থেকে আনুমানিক ১৫ মিটার দূর হবে । অভাক হওয়ার বিষয় কি জানেন ? এই কাবা ঘরটি সমগ্র পৃথিবীর মধ্যবিন্দু ।

( The Holly Kaba is a middle point of the world-land .) সমগ্র পৃ্থিবী ঘুরে না দেখতে পারলেও , পৃথিবীর মধ্যবিন্দুতে এসে দাড়াতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে । (Thanks God .) রুকুনে ইয়ামিনীর ছবি । হজরে আছওয়াদ পাথরের আগের কোনা যা তাওয়াফ করার সময় ডান হাত দিয়ে ছুয়ে যাওয়া সুন্নত অথবা তাওয়াফের সময় যাদের এই পাথর ছোয়া সম্ভব হয় না তাঁরা পাথরের দিকে তাকিয়ে হাত উচু করলেই চলে । পবিত্র হেরামের বাইরের আঙ্গিনায় দাঁড়িয়ে তোলা । একজন হাজী , (ফিলিপিন নাগরিক ) হেরাম শরীরর বাইরের অংশ ।

ছবিতে দেখছেন, হাজী দম্পত্তি । (সৌদি নাগরিক ) হেরাম শরীরর বাইরের অংশ । হাজীগণ অপরিচিত । হেরাম শফের বাইরের আঙ্গিনার একপাশে দাঁড়ানো এক হাজী । (ইউরুপিয়ান নাগরিক ) Abraj‑al‑bait‑complex‑ হেরাম শরিফের বাইরের আঙ্গিনা ঘেষে নির্মিত বিশাল উচু ভবন , যার উপরে সজ্জিত করা হয়েছে সারা সৌদ্র সবছেয়ে বড় ঘড়ি ।

নেট থেকে নেওয়া । Abraj‑al‑bait‑complex‑f ull । নেট থেকে নেওয়া । এই সেই বিশাল ঘড়ি । Abraj‑al‑bait‑complex‑ এর উপর ।

টাওয়ারের উপর অবস্থিত ছোট চন্দ্রটির তৈরীর সময় এত বড় আকারের ছিলো । (নেট থেকে নেওয়া । ) এই ছিলো পবিত্র কাবা ঘর ও তার আশে পাশের কিছু ছবি । এছাড়াও পবিত্র মক্কা নগরীতে রয়েছে আরো অনেক মুল্যবান স্থান । সময় স্বপ্লতার কারনে সেগুলো আজ আর দিতে পারলাম না ।

আবার যখন সময় পাব আমার পরবর্তি পোস্ট ছবি ব্লগ-৩ এ দিব, ইনসাল্লাহ ! উপরোক্ত ছবি গুলো দেখে যদি কারো ভালো লাগে তাতেই তাতেই লিখটি স্বার্থক হবে । আর লিখার মাঝে হয়ত তথ্য বিবরনি , ভাবের প্রকাশ ও বানানে ভুল হতে পারে । তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি । সবাইকে মহান আল্লার এই পবিত্র স্থান গুলো সরাসরি দেখার তওফিক দান করুক । এই প্রত্যাশায় শেষ করলাম ।

আবার দেখা হবে । সবাই আমার জন্য দোয়া করবেন । 5 september, 2012 . আ.হ.ম. সবুজ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.