আমাদের কথা খুঁজে নিন

   

কানাডার সরকারি সাইটে পর পর দুই দফায় হামলা

দ্য বেঙ্গলি টাইমস ডটকম গত শুক্রবার কানাডার সরকারি সাইটে পর পর দুই দফায় হামলা হয়েছে। প্রথম হামলার ঘটনা ঘটে এর ২৪ ঘন্টারও কম সময়ে দ্বিতীয় হামলা চালায় সাইবার অপরাধীরা। কানাডার জননিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র জিন পাউল ডুভাল এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “সাইবার হামলার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। ” আক্রান্ত সাইটের পরিচিতির বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। তবে ধারণা করা হচ্ছে, কানাডার তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানের সাইটে এ হামলা হয়েছে।

কানাডার পত্রিকাগুলো এ ঘটনায় চীনকে দায়ী করে খবর প্রকাশ করেছে। তাদের দাবি, চীনের তৃতীয় বৃহত্তম কোম্পানী চায়না ন্যাশনাল অফশোর ওয়েল কর্পোরেশনের (সিএনওওসি) সঙ্গে সংশ্লিষ্ট কোনো হ্যাকারগোষ্ঠি এ হামলা চালিয়েছে। এর আগে, বনিবনা না হওয়ায় একটি তেল প্রকল্পের কাজ চীনের সিএনওওসি-কে দেয়নি কানাডা সরকার। পরবর্তিতে ১৫.১ বিলিয়ন ডলারের এ কাজটি দেওয়া হয় কানাডার তেল উত্তলোনকারী প্রতিষ্ঠান নেক্সেনকে। এদিকে, কানাডার সাইবার নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ জানায়, সাইবার অপরাধীরা হ্যাকিংয়ের ঘটনায় চীনের বেইজিংয়ের একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানের সংযোগ ব্যবহার করেছে।

তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।