আমাদের কথা খুঁজে নিন

   

আমি দেখিনি...

সবাই বলে আমি নাকি অনেক সুখি মানুষ. . . আজও কোথাও কাঁশ ফুল ফুটেছে - আমি দেখিনি। তোমার ভালবাসার লাল রং ও সাদা হয়ে এসেছে; হয়তো... আমি দেখিনি। তবু এই আজই হয়তো কেউ ফিড়িয়ে দিয়েছে লাল ভালবাসা, আমি তাও দেখিনি.. তবু আমি জানি। আজ আমি বন্দী এক ছোট্ট ঘরে যার দুটি জানালা; একটি সারাক্ষন বন্ধ থাকে... আর একটি দিয়ে আমি চেয়েরই এক টুকরো আকাশ পানে। আমি দেখিনি আমার জানা নেই তুমিও একদিন সব ভুলে যাব। আমি রবো নিশ্চুপ, তবু বলবো না; আজও আমার সব মনে আছে। *১২-০৯-২০১১*  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।