আমাদের কথা খুঁজে নিন

   

বৌদ্ধদের পুনর্বাসনে জরুরি ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ

আমি একজন ছাএ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কক্সবাজারের রামুসহ যেসব জায়গায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়িঘর পোড়ানো বা ভাঙা হয়েছে সেসব জায়গায় জরুরিভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। তিনি এ জঘন্যতম ঘটনার সঙ্গে জড়িতদের কঠিনভাবে দমন ও আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায়া আনার কঠোর নির্দেশ দেন, কোন দোষী যেই হোক বা যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় নিয়মিত বৈঠক শেষে এক অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর সচিব ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.