চূপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে। ইংরেজীসহ অন্যান্য ভাষায় মাসের নামকরণ করা
হয়েছে ল্যাটিন শব্দ থেকে।
জানুয়ারি (Januarus) : এ মাসের নামকরণ করা
হয়েছে রোমান দেবতা জানুসের নামে । জানুসের
ছিল দুটি মুখ। একটি পিছনের বছরের দিকে ফিরে
থাকত, অন্য মুখটি নতুন বছরের দিন গুণত।
ফেব্রুয়ারি (Februarius) :ফেব্রুয়ারি ছিল রোমানদের
শুদ্ধকরণের উৎসব। উৎসবের নামানুসারে এ মাসের
নাম হয় ।
মার্চ (martius) :রোমান যুদ্ধদেব মার্সের নামে এ মাস।
এপ্রিল (Aprils) : এ শব্দটি এসেছে aperire থেকে।
যার অর্থ খোলামেলা।
কারণ এমাসে উদ্ভিদের অঙ্কুরদ্মম হয়।
মে (Maius ) : এ মাসের নামটি সম্ভবত এসেছে সম্পদ
এবং বৃদ্ধির দেবী মাইয়া থেকে।
জুন (Juniur) : জুনিয়াস নামে এক রোমান পরিবার থেকে
এ নামের উৎপত্তি । এর অর্থ তরুণ । অথবা দেবী জুনো
থেকেও মাসটির নামকরণ হতে পারে।
জুলাই (Julius) : জুলিয়াস সিজারের নাম থেকে এ মাসের
উৎপত্তি। খ্রিষ্টপূর্ব ৪৪ সালে মার্ক অ্যানটনি সিজারের সম্মানে
মাসটির নাম রাখেন জুলাই । আগে এ মাসের নাম ছিল
Quintilis. শব্দটি এসেছে Quintus বা পাঁচ থেকে।
রোমান পনজিকা অনুসারে জুলাই ছিল পঞ্চম মাস।
আগস্ট : (Augustur) : সম্রাট আগাস্টাসের সম্মানে ৮
খ্রিস্টপূর্বে এ মাসের নামকরণ করা হয় ।
সেপ্টেম্বর (September ) : এসেছে Septem বা সাত
থেকে । কারণ রোমান ক্যালেন্ডার অনুসারে সেপ্টেমবর
ছিল সপ্তম মাস।
অক্টোবর (Octobor) : Octo বা আট থেকে এ মাসের
নামকরণ করা হয় । রোমান ক্যালেন্ডার অনুসারে
অক্টোবর ছিল অষ্টম মাস।
নভেম্বর (November) : রোমান ক্যালেন্ডার অনুযায়ী
নবম মাস ছিল November ।
Novem বা নয় থেকে
এ মাসের নাম নভেম্বর হয়েছে ।
ডিসেম্বর (December) : Decem বা দশ থেকে এ মাসের
নামকরণ করা হয়েছে । রোমান ক্যালেন্ডার অনুযায়ি ডিসেম্বর
দশম মাস ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।