ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো গনতন্ত্রের হেকিমি দাওয়াই আসিতেছে...ওহে বঙ্গবাসী।
আর কটা দিন সবুর করো, নুতুন গান পাউডার কিনেছি।
ইলেকশনের আগে সবাইকে সাচ্চা মুসলিমের খাতায় নাম লেখাইতে হবে। আগুন নেভার আগে অন্য কোথাও জ্বলে যাবে।
দেখসো নাকি সরকার বাহাদুরের ঈমানী তাকদ
ইউটিউব বন, সামনে হবে ফেইসবুক আটক।
অগ্নিতে ঘৃতাহুতি দানকারী মৎস্যজীবি লীগ নেতার হাতে গান পাউডারের গন্ধ...
রাতের বেলা পুলিশ র্যাব- সবাই থাকে অন্ধ।
হাজার মানুষের হল্লা তাদের কানে যায় না...
২ হাজারে গ্রেফতার ১০০ খানা।
জামাত- বিএনপি-লীগের মূল নেতাদের ধরতে আছে উপরের মানা!
এখন তারা পত্রিকায় ছাড়ে বুলি,
আমরাতো ফেইসবুক মিনিটে দুবার খুলি।
খোদার গজব থেকে বাচাতে এসেছিলাম ভাষন দিতে
আগুন দিতে বলি নাই, শান্তি গান পাউডার নিছি সাথে
আগুনে কি পোড়ে বুদ্ধের গা, জ্বলে আগুন দিলে, দুনিয়া মুখ হয় হাঁ
গান পাউডার বিজ্ঞানী নানক গিয়াছে ছুটি...
কি হয়েছে এখানে... হট্টগোল কিসের...
মৌলবাদীর আস্তানা সব- চেপে ধরবো সবগুলির টুটি!
পত্রিকায় কি লেখে সব- তথ্যমূলক নয়
শুনেন মিয়ারা- তুমাদের নাই কুন ভয়।
একাজ আমাদের নয় আমি বলে দিতে পারি আলবৎ
কার গান পাউডারে কত ঝাঁঝ তা জানা আছে আমার বহুত খুব!
এখন শুরু হয়ে যাক তদন্ত তদন্ত খেলা
কে কে আসবেন, ছাই ভস্ম নিয়ে যান মেলা,
নিরীক্ষা করে দেখেন, যদি কিসু খুজে পান
এই ফাঁকে আমরা মেরে দেব ইলেকশনে দান।
-----------------------------------------------------------
অন্যান্য পোষ্টঃ
কাঠিমামার বয়ান
কাঠিমামার কঙ্গো ও সামুতে ওলামা লীগ: একটি ঈশপীও গল্প
প্রধানমন্ত্রীর বেতনবৃদ্ধির দাবি জানিয়েছেন কাঠিমামা
শেখ হাসিনা ও স্টিভ জবস
টোনা মন্ত্রী
-------------------------------------------------------
লেখাগুলো ফেইসবুকে বাঙ্গাল পেজের ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।