যে নদী তোমরা কখনও দেখনি দেখে নিতে পার সে যে পদ্মা, মেঘনা, গৌড়ি, যমুনা হয়। যে ভাষা তোমরা কখনও শেখনি শিখে নিতে পার সে যে রক্তাক্ত বর্ণমালার জয়। যে গান তোমরা কখনও শোননি শুনে নিতে পার সে যে সাগরের নাগালবিহীন স্রোত। যে মান তোমরা কখনও জাননি জেনে নিতে পার সে যে জনতার দেশপ্রেম মাখা ভোট। যে স্বাদ তোমরা কখনও খোঁজনি খুঁজে নিতে পার সে যে রক্ত পাগল পূর্ণ স্বাধীনতা। যে বাদ তোমরা কখনও বোঝনি বুঝে নিতে পার সে যে সূর্য দিঘল পূর্ণ জাতীয়তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।