আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের হাতে আছে এক রাশ নীল

আমি প্রভা আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ। রাত্রির গায়ে জ্বলে জোনাকী তটিনীর বুকে মৃদু ছন্দ। । আমার এ দু’হাত শুধু রিক্ত, আমার এ দু’চোখ জলে সিক্ত। বুক ভরা নীরবতা নিয়ে অকারণ আমার এ দুয়ার হলো বন্ধ।

। ভেবে তো পাইনি আমি কি হলো আমার। লজ্জা প্রহরে কেন, খোলে নাকো দ্বার। জানি না কেমন করে বলব, খেয়ালে কতই ভেসে চলব। বলি বলি করে তবু বলা হলো না।

জানি না কিসে এতো দ্বন্দ্ব। আমার খুব পছন্দের একটি গান : ৭ দিন পর্যবেক্ষনের কথা থাকলেও আজ দেখলাম জেনারেল হয়ে গিয়েছি। তার মানে হল, আমি পর্যবেক্ষন পরীক্ষায় উত্তীর্ন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।