আমাদের কথা খুঁজে নিন

   

জলবায়ু পরিবর্তন: ছোট হবে মাছের আকার

স্বন্দেশ বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বব্যাপী উষ্ণতা বেড়ে যাওয়ায় মৎস্য প্রজাতির আকার আগামীতে ২৪ শতাংশেরও বেশি ছোট হয়ে আসবে। গবেষকদের মতে, উষ্ণতা বৃদ্ধির কারণে ২০০১ সাল থেকে ২০৫০ সালের মধ্যে ৬০০ প্রজাতির মাছের উপর এই প্রভাব পড়বে। পানি উষ্ণ হতে থাকলে সাগরে অক্সিজেনের মাত্রা কমে যাবে। আর এতে মাছের ওজন কমে যাবে এবং ছোট হয়ে আসবে মাছের আকার। বিজ্ঞানীরা সতর্ক করে বলেন, গ্রিন হাউস গ্যাস নির্গমনের মাত্রা নিয়ন্ত্রণ করতে বিশ্ববাসী ব্যর্থ হলে সাগরের ইকোসিস্টেমে যে প্রভাব পড়বে, তা আগের ধারণার চেয়েও অনেক বেশি।

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উইলিয়াম চেং বলেন, পানিতে অক্সিজেনে মাত্রাই মূল কথা। তিনি বিবিসিকে আরও বলেন, উষ্ণতা বৃদ্ধি মাছের ‘বিপাকীয়তা’র হার সরাসরি বাড়িয়ে দেয়। চেং বলেন, “আর বিপাকীয়তার হার বেড়ে গেলে মাছের স্বাভাবিক কার্যক্রম চালাতে অক্সিজেনের চাহিদাও বেড়ে যায়। আর এ জন্য অক্সিজেনের চাহিদা মেটাতেই মাছের আকার ছোট হয়ে যাবে। ” গবেষকরা ভবিষ্যত বাণী করেছেন, উষ্ণতা বাড়তে থাকলে মাছেরা মেরু অঞ্চলের দিকে ধাবিত হবে।

প্রতি দশকে ৩৬ কিলোমিটার হারে মাছ তাদের অবস্থান পরিবর্তন করবে। ড. চেং বলেন, মোট কথা হলো আমরা আগামীতে দেখতে পাব ট্রপিকাল এলাকার পানির মাছের আকার আরো ছোট হয়ে গেছে। সৌজন্যে: http://bbarta24.com/?p=9623 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।