এক অঞ্জলিও নেই তাতে,
-সবই পঁচনশীল।
পাটি পাটি মাংস জোড়া লাগানো,
-ক্ষয়ে যায় অন্ত মিল।
টানা টানা হোক না দু’ চোখ,
-তাতে কি যায় আসে?
অধরের কামনাও একদিন
-যাবে মর্তবাসে।
দুর্দম গতি মাড়িয়ে যায়,
-কচি ভীরু পল্লব।
হাড় মজ্জা সব শুকোবে,
-হোক শক্তির সয়লব।
অহমিকা হোক যতই
-মায়া ভরা চাহুনিতে,
কবিতারা মরে যাবে,
-পড়বে ঝরে কাঁপুনিতে।
বাহু তোমার শক্ত অতি,
-উঞ্চ রক্ত বহমান।
চিবুকেরই প্রশংসায়,
-পাগল কত গাড়োয়ান।
উতলা বসন্তে গাঙচিলগুলো
-চেয়ে রল যৌবনা নদী,
খরস্রোত আর তীব্র রোদ
-শুনল না তোমায় ফরিয়াদী।
মিথ্যে তুমি স্বপ্ন বুনো,
-চিরস্থায়ী হতে।
খসে পড়বে সুশ্রী চামড়া,
-চাওয়ার বিপরীতে।
রিনরিন বাজে কণ্ঠ তোমার,
-মোহিনী আবেশ তুলে।
প্রেম সাগরের ডিগবাজিগুলো,
-হারাবে ছলাকলে।
মিথ্যে আশায় ঘোর তৈরি,
-এইতো এগিয়ে যাওয়া!
হারিয়ে যাবে জমকালো তারা
-শরতের নীলাদ্রী হাওয়ায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।