আমাদের কথা খুঁজে নিন

   

সংলাপে জামায়াতকে রাখবেন না: সিপিবি

জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে আসা সিপিবি শনিবার এক বিবৃতিতে ১৪ দলের উদ্দেশে এই আহ্বান জানিয়েছে।
বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে সংলাপে আসতে চাইলে তাতে আপত্তি নেই-  সংবাদপত্রে প্রকাশিত ১৪ দলের এই অবস্থান নিয়ে এই আহ্বান জানানো হয়েছে।
সিপিবি বলেছে, জামায়াতের প্রতি ১৪ দলের এ ধরনের ‘ছাড়’ প্রদান খুবই দুঃখজনক ও দেশবাসীর জন্য হতাশাজনক।
“যখন জামাতের সঙ্গ ত্যাগ করা জন্য বিএনপির ওপর চাপ বাড়ছে, তখন জামাত-শিবির নিষিদ্ধ করার প্রশ্নে আত্মসমর্পণ করে এক সঙ্গে সংলাপে বসাটা জনগণ কোনোভাবেই মেনে নিতে পারে না।”
বিএনপিসহ স্বাধীনতা ও গণতন্ত্রের ধারায় বিশ্বাসী সব দলের মধ্যে নির্বাচনকালীন সরকার ইস্যুতে সমঝোতার জন্য সংলাপের পক্ষে নিজেদের অবস্থানও জানিয়েছে সিপিবি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।