জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে আসা সিপিবি শনিবার এক বিবৃতিতে ১৪ দলের উদ্দেশে এই আহ্বান জানিয়েছে।
বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে সংলাপে আসতে চাইলে তাতে আপত্তি নেই- সংবাদপত্রে প্রকাশিত ১৪ দলের এই অবস্থান নিয়ে এই আহ্বান জানানো হয়েছে।
সিপিবি বলেছে, জামায়াতের প্রতি ১৪ দলের এ ধরনের ‘ছাড়’ প্রদান খুবই দুঃখজনক ও দেশবাসীর জন্য হতাশাজনক।
“যখন জামাতের সঙ্গ ত্যাগ করা জন্য বিএনপির ওপর চাপ বাড়ছে, তখন জামাত-শিবির নিষিদ্ধ করার প্রশ্নে আত্মসমর্পণ করে এক সঙ্গে সংলাপে বসাটা জনগণ কোনোভাবেই মেনে নিতে পারে না।”
বিএনপিসহ স্বাধীনতা ও গণতন্ত্রের ধারায় বিশ্বাসী সব দলের মধ্যে নির্বাচনকালীন সরকার ইস্যুতে সমঝোতার জন্য সংলাপের পক্ষে নিজেদের অবস্থানও জানিয়েছে সিপিবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।