আমাদের কথা খুঁজে নিন

   

আমারও যে একলা লাগে

আমারও যে একলা লাগে মন খারাপের একেকটা দিন নিকষ কালো মেঘলা লাগে কেউ বোঝেনা এই আমাকে আমারও যে একলা লাগে মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে ভেতর ভেতর যাই পুঁড়ে যাই কেউ বোঝে না আমার আগে। ভুল শহরে এই আমি যে ভুল মানুষের সংগো খুঁজি কেউ না জানুক তুমি জানো তোমায় আমি ভালো বুঝি হেসে ছিলাম প্রাণটা খুলে সেটাও ছিলো বছর আগে ভেতর ভেতর যাই পুঁড়ে যাই, কেউ বোঝে না আমার আগে। মাঝে মাঝে প্রশ্ন জাগে সবাই কি হয় একি রকম ভালোবাসার কথা বলো এটাই তোমার সবচেয়ে কম কার অভিমান কে যে করে কে যে থাকে ভিষণ রাগে ভেতর ভেতর যাই পুঁড়ে যাই কেউ বোঝে না আমার আগে। (সংগৃহীত)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।