আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের ভালবাসা বৃথা যেতে দেবনা !!!!!!!!!!

আমরা জাতি হিসেবে মানুষ হিসেবে খুব স্বার্থপর,আমরা ভুলে যাই আমাদের বাবা মায়ের ভালবাসার কথা, আমি সিলেট থাকি, বিশ্ববিদ্যালয়ে পড়তেছি আজ দুই বছর ! জীবনের প্রথম বাসা ছেড়েছি আজ থেকে দুই বছর আগে ! বাসা ছাড়ার পর বুঝতে পাড়লাম মায়ের ভালবাসা কি জিনিস! আমার মা এখনো সকালে আমাকে ফোন দিয়ে ঘুম ভাঙিয়ে দেয়, আর বলে বাবা নামাজটা পড়ে নাস্তা খেয়ে নিস! সন্ধ্যায় আমাকে ফোন করে বলে বাবা নাস্তা খেয়ে নিস! আর রাত্রি বেলা আমায় বলে নিজের যত্ন নিস আর খেতে ভুলিসনা। আমার আজও মনে পড়ে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত এমন কোনো দিন নেই যে আমার মা আমাকে পড়াননি! আমার সবচেয়ে আশ্চর্য লাগে যখন ভাবি যে আমাদের এই মায়েরাই আমাদের প্রত্যেকটা পরীক্ষার সময় বাহিরে অপেক্ষা করতো ,কখন উনার সন্তান হল থেকে বের হয়ে বলবে মা পরীক্ষা ভালো হয়েছে !!! অথছ আমরা পুরুষ জাতি কখনো নিজেদের পরিবারের জন্য এমনকি নিজের মায়ের জন্যও একটা মুহূর্ত সময় দিতে নারাজ ! এমনকি ভাবিওনা !!!!!!! তাদের অবজ্ঞা করি অবহেলা করি !!!!!!!! আমরা কেন ভুলে যাই যে এই মা ই আমাদের আশায় দিন গুণতে থাকে, আমাদের একটু হাসি দেখলে তাঁরা সবকিছু ভুলে যায়, ভাবছেন এই কথা গুলু কেন বলছি ? তার কারন হল বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি আমার মায়ের ভালবাসা অনুভব করতে পারি, এখন বুঝি মা কতটা আপন !!!! বিশ্ববিদ্যালয়ে জীবনে একটা বন্ধু কিংবা রুমমেট আমাকে ঝাড়ি দিয়ে কথা বলতে পারে , পারে আমাকে বলতে আজ বাজার করে নিয়ায়, পারে বলতে অনেক কষ্টদায়ক কথাবার্তা কিন্তু আমার মা কখনো আমার চাওয়া অপূর্ণ রাখেনি, কোনদিন বলেনি এমন সব কিছু কথাবার্তা যা আমার বন্ধুরা আমাকে নির্দ্বিধায় বলতে পারে !!! তাই বলব আমার মা আমার পৃথিবী, অনেক ভালবাসি মা তোমায় ,আপনারাও আপনাদের মা বাবাকে ভালবাসবেন। ( যেকোনো কথা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.