আমাদের কথা খুঁজে নিন

   

মহানবী (দঃ)-কে নিয়ে ইসলামবিরোধী মার্কিন চলচ্চিত্র নির্মাণ করায় মুনিরীয়া যুব তবলীগের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

[ মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-কে নিয়ে ইসলামবিরোধী মার্কিন চলচ্চিত্র ও ফান্সের এক ম্যাগাজিনে মহানবী (দঃ)-কে ব্যঙ্গ করায় অরাজনৈতিক তরিক্বতভিক্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ বাংলাদেশ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কোনো মুসলমান মহানবী (দঃ) এর শানে কোনো ধরণের বেয়াদবী বিন্দুমাত্র সহ্য করতে পারে না। তিনি সব দুর্বলতার ঊর্ধ্বে সৃষ্টির সেরা ও মহান আদর্শ। তাঁর শান ও মান রক্ষা করা জাতি-ধর্ম নির্বিশেষে মানবজাতির উপর একান্ত আবশ্যক। তাঁর শানে আঘাত করার কারো অধিকার নেই।

এছাড়াও এ জমিনে তিনি মানবজাতির জন্য যে কল্যাণ বয়ে এনেছেন, জীবন-বিধান প্রতিষ্ঠা করেছেন -যা সর্বযুগের মানুষের জন্য অনুপম আদর্শ ও মডেল। সুতরাং তাঁর শানে আঘাত কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। একজন মুসলিম হিসেবে মুসলমান জাতি তা কখনো বরদাশত করতে পারে না। তাই যে বা যারা মহানবী (দঃ) এর শানে চলচ্চিত্র নির্মাণ করেছে এবং তাকে ব্যঙ্গ করেছে তাদেরকে আইনের আওতায় এনে মৃত্যুদন্ড কার্যকর করার জোড় দাবী জানাচ্ছি। অনতিবিলম্বে উক্ত মার্কিন চলচ্চিত্রটির বিক্রি ও প্রদর্শন এবং ম্যাগাজিনটির প্রকাশনা বন্ধ ও নিষিদ্ধ করা হোক।

সাথে সাথে জাতিসংঘ, ওআইসি, যুক্তরাষ্ট্র ও ফান্স সরকারের প্রতি আহবান যত তাড়াতাড়ি সম্ভব একটি সন্তোষজনক ব্যবস্থা নেয়ার মাধ্যমে মুসলিম বিশ্বকে শান্ত করা হোক এবং মুসলিম মিল্লাতের প্রতি উদাত্ত আহবান যারা এই জঘন্য অপরাধের সাথে জড়িত তাদের সব ধরণের পণ্য বর্জনের মাধ্যমে আক্ষরিক অর্থে প্রতিবাদ জানানো হোক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.