প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ (৭৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার করে তার বাম পা কেটে ফেলা হয়। এর পর তার অবস্থার অবণতি হলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিলো।
গত রোববার অবস্থার অবনতি হলে এই প্রবীণ সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন আতাউস সামাদের অবস্থা ক্রিটিক্যাল। আজ বুধবারও আতাউস সামাদকে ১০ ব্যাগ রক্ত দেয়া হয়েছিলো।
আতাউস সামাদ আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও দীর্ঘ সময় বিবিসি’র বাংলাদেশ সংবাদদাতা ছিলেন। বেসরকারি টেলিভিশন এনটিভি’র প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করেছেন আতাউস সামাদ।
এ ছাড়া দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন।
সাংবাদিক আতাউস সামাদ আর নেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।