আমাদের কথা খুঁজে নিন

   

"ইনোসেন্স অফ মুসলিম" দিয়ে বাংলা ব্লগের বিজ্ঞাপন !!! আর কত নিচে নামব আমরা ???

নিচের ছবিটা ফেসবুকের সাইড বারের স্ক্রীনশট , দেখলেই বুঝতে পারবেন। আজ বাংলাদেশের খেলা নিয়ে ফেবুতে নানা কমেন্ট আর ঘোরাঘুরি করছি, হটাঠই সাইড বারে এই বিজ্ঞাপন টা দেখলাম। "আমার ব্লগ" এই বিজ্ঞাপন টা দিল "ইনোসেন্স অফ মুসলিম এর বাংলা ট্রান্সক্রিপট" সত্যি বলছি, এই বিজ্ঞাপন দেখে মুল ব্লগ গিয়ে কি আছে টা দেখার রুচি হয়নি। মহানবী ( সাঃ) কে অবমাননা করে বানানো এই ফিল্ম কে নিয়ে বিভিন্ন মিডিয়াতে যা পড়লাম, তাতে ওই ফিল্মটা দেখাটাকে চরম অরুচিকর ও পাপাচার এ মনে হল। মহান আল্লাহ এই আমাদের এই পাপাচার থেকে দূরে রাখুন, এই দোয়া রইল। ২/৪ টা ব্লগ লিখে বা একটা ব্লগ তৈরি করে কেউ যদি ভাবে "আমি একটা কিছু", আমি প্রগতিশীল , আমি হেন-তেন, তাহলে ভাবতে হয় তার মত দুরভাগা, নির্বোধ কেউ নেই। আমাদের দেশে বসে আমরা আমেরিকাকে গালাগালি করি, কিন্তু সরষের ভুতের মত কিছু নরাধম আমাদের মাঝে ও বসে আছে। আমাদের আগে এদের শায়েস্তা করা উচিত নয় কি ???  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.