ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া
ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১০ অক্টোবরের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যারহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে র্যাবকে এই হত্যাকাণ্ডের তদন্তভার দেয়া হয়েছে। ‘সর্বোচ্চ মনযোগ’ দিয়ে র্যাব তদন্ত করছে।
“তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আশা করছি ১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
”
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা সাহারা খাতুন বলেছিলেন খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। তদন্তে ‘প্রণিধানযোগ্য’ অগ্রগতি হয়েছে বলেও মন্তব্য করেছিলেন পুলিশ মহাপরিদর্শক।
কিন্তু এ পর্যন্ত খুনীকে গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
দীর্ঘদিনেও হত্যা রহস্যের সুরুহা না হওয়ায় উচ্চ আদালত গত এপ্রিল মাসে এ মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছ থেকে র্যাবের হাতে দেয়ার নির্দেশ দেয়।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর নিজের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, চলচ্চিত্রে ইসলাম অবমাননার প্রতিবাদে সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ইসলামপন্থী সংগঠন হিজবুত তাওহীদের কর্মীরা ‘দাড়ি কেটে’ দূতাবাসের সামনে ওই বিক্ষোভের চেষ্টা চালায়- এমন মন্তব্য করে মহীউদ্দীন খান বলেন, “এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ”
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি, মৌলবাদ ও জঙ্গীবাদ দমন এবং মাদকের কারবার বন্ধের বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১২২০ ঘ. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।