আমাদের কথা খুঁজে নিন

   

লুঙ্গির সুন্নতি কাহিনী এবং একটি হারানো বিজ্ঞপ্তি....

ভালো আছি এক. লুঙ্গি পরে অফিস করার মতো দুর্দান্ত সাহস একমাত্র কওমি পড়ুয়াদের দ্বারাই দেখানো সম্ভব- শেষপর্যন্ত আমার সহকর্মীর মুখের উপর তীর্যকভাবে ক্ষোভটা ছুঁড়েই দিলাম । উত্তর কী পেলাম শুনবেন ! উনি বললেন, নবীর সা. সুন্নাত নিয়ে যারা উপহাস করে যদি কেউ গায়ে কাদা লাগতে চায়... - মানে কি ভাই ? সুন্নাতের উপর আবার আঘাত করলাম কই ? - কেন, জানেন না, লুঙ্গি পরা সুন্নাত ? আপনি যেটা পরেন সেটা রাসূল সা. কোনোদিন পড়েন নি । আমি তাজ্জব বনে গেলাম । বললাম, লুঙ্গি পরে অফিস করা সুন্নাত, সেটা আপনি কোথায় পেলেন ? আর কথা বাড়ানোর সাহস হয় নি । নয়তো নাস্তিকদের কাতারে পড়ে যাবো ।

মেয়ে হলে না হয়, কিছুক্ষণ কেঁদে বুক ভাসাতাম.. ইসলাম কি এত আনসোস্যাল ! এত আনকালচারড ! কী করে বোঝাবো তাকে, আপনি যেমন টুপি-পাঞ্জাবি পরে ঘুমুতে যান না । ঠিক তেমন অফিসে আসতে হলেও কিছু.... শুনেছি ফরহাদ মজহারও নাকি লুঙ্গি পরে শেরাটনে (রূপসী বাংলা) যায় । “আশায় থাকে কাক পাকলে খাবো গাব” দুই. “একটি হারানো বিজ্ঞপ্তি ! একটি হারানো বিজ্ঞপ্তি ! গতকাল বাসাবোর বাসা থেকে ফরিদা-লিমা নামের দুইটি মেয়ে হারিয়ে গেছে । মেয়ে দু’টির বয়স আনুমানিক ১৪-১৫ বছর । ” খারাপ লাগারই কথা ।

সারদিন ঘুরে ফিরে মাইকবাহী রিক্সাটা অন্তত দশবার হারানো সংবাদটা দিয়ে গেলো । শেষ দিকে বোধ হয় কিছুটা বিরক্তি এসেছিলো এবং সঙ্গে সঙ্গে মাথাটা মনে হলো ৯০ ডিগ্রি এ্যাঙ্গেলে পাক খেয়ে গেছে । ‘আনুমানিক’ ! হোয়াট ! আনুমানিক মানে কি ? যে এলাউন্স করছে, সে কি মেয়ে দু’টির বাবা-ভাই, চাচাত-ফুপাত-পাড়াতো কেউ নয় ? তাহলে বয়সের বেলায় ‘আনুমানিক’ শব্দ কেন ? ওরা কি মেয়ে দু’টিকে কিডন্যাপ করে এনেছিলো ? না, তাহলে তো হারিয়ে গেলে মাইকে প্রচার করার কথা নয় । তাহলে কি মেয়ে দুটি কারো বাসায় দাসকর্মে ছিলো ? এত বড় মেয়েরা সাধারণত বাসার কাজে থাকে না । কিন্তু মেয়েও তো একটি নয়; দু’টি ।

দু’বোন হওয়ারও কোনো যৌক্তিকতা নেই । সুতরাং দু’জনই একসঙ্গে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে- সেটাই বা কী করে বলি ? আশ্চর্য তো ! তাহলে মেয়ে দু’টি গেলো কোথায় ? আনুমানিক ১৪-১৫ বছর বলে যে লোকটি মাইকে ঘোষণা করছে, তার সাথে মেয়ে দু’টির সম্পর্ক কি ? আর ১৪-১৫ বছর বয়সী দু’টি মেয়ে হারিয়েই বা যায় কী করে ? আরো আশ্চর্যর ব্যাপার হলো, আমি ওই মেয়ে দু’টির জন্য এত ভাবছি কেন ? মানুষ তো হর হামেশাই আজকাল পথে ঘাটে মারা যাচ্ছে । তাতে আমার কি ?... বিস্ময় ! বিস্ময় ! মহাবিস্ময় ! “আবার জাগিনু আমি, এই তো বিস্ময়“.... (বি. দ্র. দু’টি ঘটনার একমাত্র যোগসূত্র, দুটোই অফিস চলাকালে ঘটেছে এবং দু’টিই বিস্ময়কর...) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.