সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে ১ চিরে ফেলে ,ছিঁড়ে ফেলে, ছুঁড়ে ফেলেছি মুক্তি পাব আশায় ডানাতে আকাশ মেলেছি ক্ষেপে গিয়ে ক্রোধে ফেটে ক্ষমা চেয়েছি শ্রাবণের ঢল ছিল লোহিতের বনে অঝরে নেয়েছি। শরীরের ভাজে গোপনের খাঁজে গোপন রেখেছো ইজলের মাঝে ধূসর ক্যানভাসে কী রঙ এঁকেছো ভেবেছ ধোকা দেবে বোকা ভেবে সরল ধাঁধায় রেখেছো যতবার গেছি ধরতে তোমায় রংহীন রঙে ঢেকেছো না না না লুকোতে পারোনি আমি গহীনে ডুব দিয়ে তোমায় তুলেছি। চিরে ফেলে ,ছিঁড়ে ফেলে, ছুঁড়ে ফেলেছি মুক্তি পাব আশায় ডানাতে আকাশ মেলেছি ক্ষেপে গিয়ে ক্রোধে ফেটে ক্ষমা চেয়েছি শ্রাবণের ঢল ছিল লোহিতের বনে অঝরে নেয়েছি। ২ আমার কেমন কেমন লাগে আজকে আমার কষ্ট অনেক আজকে আমি দুঃখী আজকে আমার কেমন কেমন লাগে আজকে আমি খুব অসুখী। আজকে আমার দুচোখ জুড়ে কান্না ধেয়ে আসে আজকে আমার আকাশ অথৈ ধূসর ছবি ভাসে। আজকে আমার কষ্টভীষণ রুদ্ধশ্বাসের দিন আজকে আমার মনটা কেনো পলাশ রঙ্গিন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।