মহানগরীর প্রধান প্রবেশপথে হেফাজতকর্মীরা অবস্থান নেয়ায় ভোর থেকেই দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে ভাংচুর-সংঘর্ষের আশঙ্কায় অনেকেই ব্যক্তিগত যানবাহন বের না করায় শহরের ভেতরেও পরিবহন কম দেখা যায়।
বিকাল ৩টায় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ থাকায় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সেখানে। এরই মধ্যে পল্টন এলাকায় হেফাজতকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং বায়তুল মোকাররমে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে।
যানবাহনের পাশাপাশি মহানগরীর ভেতরে সাধারণ মানুষের চলাচলও কম দেখা যায়। মতিঝিলে অধিকাংশ বাণিজ্যিক অফিসে বাইরে শাটার টেনে ভেতরে কাজ করেন কর্মীরা। বেলা ১১টায় হেফাজত সমাবেশের অনুমতি পাওয়ার পরপরই মতিঝিল এলাকার বহু অফিস বন্ধে হয়ে যায়।
ব্লগারদের শাস্তি ও নারীনীতি বাতিলসহ ‘বিতর্কিত’ ১৩ দফা দাবিতে সরকারকে চূড়ান্ত চাপ দিতে হেফাজত ইসলামীর অবরোধে সকাল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী।
টঙ্গী ব্রিজ, যাত্রাবাড়ির কাজলা, ডেমরা, বাবুবাজার ব্রিজ, পোস্তগোলা ব্রিজ, নারায়ণগঞ্জ ও সাভারের আমিনবাজার ও গাবতলীতে দুপুর পর্যন্ত অবরোধ কর্মসূচি শেষে মিছিল করে মতিঝিলের দিকে আসতে শুরু করেন হেফাজতকর্মীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।