বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকার জন-আতঙ্কে ভুগছে। এ কারণে আওয়ামী লীগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন করতে চাচ্ছে না। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় খালেদা জিয়া এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘কুকুরে কামড়ালে যেমন মানুষ জলাতঙ্কে ভোগে, তেমনি এই সরকারও জন-আতঙ্কে ভুগছে। কেননা, ক্ষমতায় আসার পর গত সাড়ে চার বছরে আওয়ামী লীগ জনগণের জন্য কিছু করেনি।
তারা কেবল নিজেদের জন্য করেছে, তাদের দলের লোকজন কেবল লুটপাট, অর্থ-আত্মসাত্ আর দুর্নীতি করেছে। ’ তিনি বলেন, আওয়ামী লীগের জনগণের কাছে যাওয়ার সাহস নেই। কেননা জনগণকে সবকিছুর জবাবদিহি করতে হবে।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন করার পাঁয়তারা করছে। কিন্তু আওয়ামী লীগের সেই চাওয়া সফল হবে না।
দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে এবং সেই নির্বাচনে সব দল অংশ নেবে। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।