আমাদের কথা খুঁজে নিন

   

মনের কচ্ছপের রশি টানাটানি

হাসান গুরু দানাদার মনে এখন উষ্ণতার টক ; কোথায় কোন চৈতনের বনে, বহুদিন কিংবা দুদণ্ড সময় ধরে, খোয়া গেছে প্রেম; আহ...প্রেম... ঘড়ির কাটার মত ঘুরেছে ডায়াল শুধু, অনিয়ম করে কখন লাগেনি মনে। পুরুষালি তেজ বেড়েছে প্রাকৃতিক নিয়মে বটে । তবু নিদেন খরায় কেটেছে প্রেমের সময়। আহ...প্রেম...। সাইরেন হয়ে বাজা অ্যাম্বুলেন্সের অস্থির বাতির মত, জ্বলে নিভে-নিভে জ্বলে, হরন করেছে কুমার কেবল, বিলাপে ভেজা হাওয়ায় উড়ে উড়ে্‌ কতগুলো সময়ের চুরি যাওয়া ... বকুলের বনে বনে গলে গেছে , চটুল কিশোর বেলা।

মনের কচ্ছপের রশি টানাটানি । সপ্নে বিভোর হয়ে দেহাতি প্রেমের গায়ে হাত বুলানো। উষ্ণতা কমে না কভু...। । চন্দন কাঠের বনে শুয়ে দেব মরন ঘুম একদিন, তবু প্রেম , আহ...।

প্রেম। ..প্রেম... এলে হয়তো ওম দিতাম, টং-ঘর বানিয়ে রাখতাম তোকে সোমেশ্বরির তীরে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.