আমাদের কথা খুঁজে নিন

   

অনন্ত জলিল-আরেফীন রুমীর দেশে সুপারস্টার খুঁজি

অনন্ত জলিল- কোন রকমের সাধ-সাধনা না করেই নিজেকে সুপারস্টার দাবি করেছিলেন। একমাত্র টম ক্রুজই নাকি তার প্রতিদ্বন্দ্বী! আমাদের দেশের স্টারেরা কখনই দীর্ঘ পরিশ্রম ও সাধনার কথা চিন্তা করেন না। কিন্তু চাপাবাজি করে নির্লজ্জের মতো। আরেক জন স্টারের কথা বলি। আরেফিন রুমী।

সমাজ বিজ্ঞান বইয়ে পড়ছিলাম, বহুবিবাহ ভাল না! অন্ততঃ জনসংখ্যা বৃদ্ধির কারন। কয়েকটি গান গেয়ে কিছু জনপ্রিয়তা পেতে না পেতেই প্রেম-বিবাহ-সেক্স চক্রের মধ্যে ঢুকে গেলেন। এই লোকের পক্ষে আর কখনও সাধনা সম্ভব বলে মনে হয়না। তাহলে কি অনন্ত জলিল-আরেফীন রুমীর দেশে সুপারস্টার জন্মাবে না কখনই? সুপারস্টার কি জন্মায় ? নাকি তৈরী হয়? প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে ফরিদা আক্তার ববিতার জীবন থেকে। http://www.notun-din.com/?p=3095।

শ্রমে ঘামে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একজন সুপারস্টারে পরিণত হয়। ববিতা এগিয়ে চলেছেন। আর কিছু না হউক, আরেফীন রুমি আর জলিলকে উদাহরণ হিসেবে ববিতার নাম করা যাবে। বলা যাবে, পরিশ্রম ও মেধাই সুপারস্টার হওয়ার একমাত্র পন্থা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.