আমাদের চারপাশের পরিবেশ প্রতিবেশ নিয়ে আমার লেখা সংসদে সদ্য পাশ হওয়া সন্ত্রাস বিরোধী আইনের ২১ ধারায় বলা হয়েছে, কোনো সন্ত্রাসী ব্যক্তি, সত্তা বা সংগঠনের ফেইসবুক, স্কাইপি, টুইটার বা ইন্টারনেটের যেকোনো মাধ্যমের অপরাধসংশ্লিষ্ট আলাপ-আলোচনা ও কথাবার্তা অথবা অপরাধসংশ্লিষ্ট স্থির ও ভিডিওচিত্র অপরাধের সাক্ষ্য-প্রমাণ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থা আদালতে উপস্থাপন করতে পারবে এবং তা আদালতে গ্রহণযোগ্য হবে। অপরাধী ব্যক্তির শাস্তি স্বরুপ ১৪ বছরের কারাদন্ডের কথা বলা হয়েছে। আমি আমার ব্লগের মাধ্যমে রাষ্ট্রের কাছে আবেদন করতে চাই যে, আমি একটি screen shot দিলাম। এবং সংশ্লিষ্ট ব্যাক্তির প্রোফাইল লিংকও দিচ্ছি। https://www.facebook.com/robin.tanchangya এই ব্যাক্তিটি আমাদের গর্বের সেনা বাহিনীকে বলেছে জানোয়ারের বাচ্ছা। এবং বাংলাদেশকে লিখেছে ভাঙ্গাদেশ। যে কোন মানুষ মাত্রই বুঝেন যে এটা স্পষ্ট রাষ্ট্র দ্রোহিতা। এবং অবশ্যই শাস্তি যোগ্য অপরাধ। জুম্মাল্যান্ড বিষয়ে লিখতে গিয়ে গত কাল ১২ জুন তার ফেসবুকে এই লেখাটি লেখা হয়।void(1);
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।