আমাদের কথা খুঁজে নিন

   

মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০০৭ সালে 'বিনা প্রয়োজনে' দেশে জরুরি অবস্থা জারি করার জন্য তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হবে। দেশটিতে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রবিবার রাতে পিটিভিতে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের দিকনির্দেশনা এবং একটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পাকিস্তান সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদ (রাষ্ট্রদ্রোহিতা) অনুযায়ী জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। মামলায় দোষী সাব্যস্ত হলে মোশাররফকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। টাইমস অব ইন্ডিয়া।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.