আমাদের কথা খুঁজে নিন

   

সিটি কর্পোরেশন নির্বাচনঃ ভোদাই বিএনপি বনাম আওয়ামী লীগ

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। ১৫ তারিখ বাংলাদেশের ৪টি সিটি কর্পোরেশনে নির্বাচন। গুম, হত্যা, জুলুম, ডেসটিনি, রানা প্লাজা, হেফাজতীগো নিয়া যখন সারা দেশের লোকের সারা শরীরে চুলকাইতে চুলকাইতে ঘা হইয়া গেছে, তখনই সিটি কর্পোরেশন নির্বাচন দিল সরকার। যখনই দেশে একটা ঘটনা ঘটছে, তখনই পাবলিকের চোখ অন্য দিকে ফিরাইতে আরেকটা ঘটনা ঘটানো হইছে। গত ৪ বছরে এই রকম বহু প্রমান আছে।

পরশু যে কর্পোরেশন নির্বাচন হইবো তার জন্য সব বিএনপি প্রার্থীরাই সেনাবাহিনী মোতায়েন চায়। ইলেকশন কমিশন ও কইতাছে, "প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে"। আওয়ামী প্রাথীগো বিরুদ্বে সব জায়গা থেকেই অভিযোগ উঠচে। মাগার ইলেকশন কমিশনের ঐ একই গান। একমাত্র ভোদাই বিএনপিই মনে করে তাগো ক্যান্ডিডেট পাশ করবো, মাগার আমজনতা মনে করে যে ভাবেই হউক, আওয়ামীরা তাগো ক্যান্ডডেটরেই পাশ করাইবো।

বিএনপি মনে করে তারা চালাক, আসলে তারা ভোদাই। আওয়ামী চালের কাছে বিএনপি "বাচ্চা শিশু"। আওয়ামী লীগের কাছে বিএনপি অনেক কিছু শেখার আছে! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.