আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দু বলে কি কেউ আছে? নাকি ভেতরে ভেতরে তারা নাস্তিক?

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। ভুমিকা ছাড়া সরাসরি আসল কথায় চলে যাই। ল্যাবের কয়েকজন ইন্ডিয়ানের সাথে প্রতিদিন লান্স করি। আজকে লান্স করার সময় ধর্ম নিয়ে কথা উঠলো।

আগে যখন ধর্ম নিয়ে সাধারণ আলোচনা হতো ওরা বলতো এক গডকে বিশ্বাস করে। কিন্তু বিভিন্ন রুপের মাধ্যমে সেই একক ভগবানকে পুজা করে। কিন্তু আজকে ওদের মাঝে সবচেয়ে বয়স্ক পিএইসডি ধারী বলা শুরু করলো। "আসলে ধর্ম মানুষের তৈরি। এখানে ভগবানের কোন হাত নেই।

ভগবান বলে কিছুই নেই। " আমি জিজ্ঞাসা করলাম তাহলে মানুষ মরলে কোথায় যাবে। ওরা সবাই একমত, বললো "কোনকিছুই অবশিষ্ঠ থাকবে না, অন্যান্য পশুপাখির মত মানুষেরও কিছুই থাকে না, এটা তো খুবই সিম্পল, মানুষের পার্থক্য শুধুমাত্র একটিই এরা বেশি ব্রেইনি"। উদাহরণ স্বরুপ বললো "ইন্ডিয়ায় সবচেয়ে নিচু বংশের (নমশুদ্র?) যারা তাদেরকে সবখানেই হেয় করা হয় বলে তারা ইদানিং নতুন একটি ধর্ম বানানো শুরু করেছে, এবং এভাবেই ধর্মের উৎপত্তি"। আমি শুধু শুনেই গেলাম।

অথচ এরাই ভেজিটেরিয়ান, কোন মাছ মাংস এরা খায় না, গরু খায় না। কিসের ভিত্তিতে এরা খায় না জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু পরে থেমে গেলাম। এখন মাথায় একটি প্রশ্ন, এরা কি আসলে নাস্তিক নয়?? হিন্দুরা সবাই কি ইনডাইরেক্টলি নাস্তিক? নাকি আমার চারপাশের এরাই শুধু এরকম? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.