আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে ধর্ষক আনসার সদস্যের যাবজ্জীবন

রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।
একইসঙ্গে বরখাস্ত ওই আনসার সদস্য মোবাশ্বের আলীকে (৪০) এক লাখ টাকা জরিমানাও করেন আদালত ।
ট্রাইব্যুনালের পিপি চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই আনসার সদস্যের বিরুদ্ধে সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে  প্রমাণিত হওয়ায় আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত মোবাশ্বের বর্তমানে কারাগারে আটক আছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১২ সালের ১৪ মে সকালে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ৭ নম্বর রোডের বাদশা মিয়া কলোনিতে এক রিক্সাচালকের সাত বছরের শিশু কন্যাকে মোবাইলে গান শোনানোর কথা বলে ধর্ষণ করে মোবাশ্বের।
ওইসময় চট্টগ্রামের চান্দগাঁও থানার পেট্রোল দলের সদস্য হিসেবে কাজ করত সে ।
১৫ মে ওই শিশুর পিতা চান্দগাঁও থানায় মামলা করার পর মোবাশ্বেরকে গ্রেপ্তার করা হয়।
২০১২ সালের ২৮ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই বছরের ১ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.